নিজস্ব প্রতিবেদন: IPL শুরু হতেই বেটিং চক্রের রমরমা। সংযুক্ত আরব আমিরশাহিতে চলছে আইপিএল। আর পাল্লা দিয়ে দেশজুড়ে চলছে বেটিং। করোনাভাইরাসের আবহেও দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে বেটিং চক্র সক্রিয়। ইতিমধ্যেই তার প্রমাণ মিলতে শুরু করেছে। কলকাতাসহ রাজ্যের বিভিন্ন জেলা থেকে গোপন সূত্রে খবর পেয়ে পুলিস হানা দেয়। ইতিমধ্যেই বেশ কয়েকজনকে গ্রেফতারও  করা হয়েছে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

উত্তরপ্রদেশের মিরাটেও জাঁকিয়ে বসেছে আইপিএলের বেটিং চক্র। গোপন সূত্রে খবর পেয়ে শহরের একটি হোটেলে হানা দেয় পুলিস। ওই হোটেলের ম্যানেজার সহ মোট পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিস।  পুলিস তাদের কাছ থেকে বেশকিছু ল্যাপটপ এবং মোবাইল ফোন উদ্ধার করেছে। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে আরও তথ্য জানার চেষ্টা চালাচ্ছে পুলিস। বেটিং চক্রের পাণ্ডাদের ধরতে তত্পর পুলিস।


 



কয়েকদিন আগেই গোপন সূত্রে বেঙ্গালুরুর বিভিন্ন প্রান্তে হানা দিয়ে আইপিএল বেটিং চক্রের সক্রিয় প্রমাণ মিলেছে। সন্দেহভাজন চারজনকে গ্রেফতারও করেছে পুলিস। ধৃতদের কাছ থেকে প্রায় পাঁচ লক্ষ টাকা এবং ছটি মোবাইল ফোন উদ্ধার করেছে বলে খবর পাওয়া গিয়েছে।



আরও পড়ুন - IPL 2020: 'মানকাডিং' নিয়ে বিতর্ক নয়, এবার সতর্ক! পন্টিংয়ের কথা রাখলেন অশ্বিন