Wimbledon 2019: উইম্বলডনে সেঞ্চুরি ফেডেক্সের! সেমি-ফাইনালে নাদাল-ফেডেরার দ্বৈরথ

উইম্বলডনে নিজের শততম ম্যাচ জিতলেন সুইস সুপারস্টার।

Updated By: Jul 11, 2019, 04:45 PM IST
Wimbledon 2019: উইম্বলডনে সেঞ্চুরি ফেডেক্সের! সেমি-ফাইনালে নাদাল-ফেডেরার দ্বৈরথ

নিজস্ব প্রতিবেদন :  অল ইংল্যান্ড ক্লাবে ব্লক ব্লাস্টার ফ্রাইডে। শেষ চারের লড়াইয়ে মুখোমুখি রজার ফেডেরার ও রাফায়েল নাদাল। ২০০৮ সালের পর ফের উইম্বলডনে নাদাল-ফেডেরার দ্বৈরথ।

উইম্বলডনের সেমি-ফাইনালের ওঠার পথে নজির গড়লেন রজার ফেডেরার। উইম্বলডনে নিজের শততম ম্যাচ জিতলেন সুইস সুপারস্টার। কোয়ার্টার ফাইনালে জাপানের কেই নিশিকোরিকে ৪-৬, ৬-১, ৬-৪, ৬-৪ গেমে হারিয়ে শেষ চারে ওঠেন রজার ফেডেরার। একই সঙ্গে সবচেয়ে বয়স্ক টেনিস খেলোয়াড় হিসেবে গ্র্যান্ডস্ল্যামের শেষ চারে জায়গা করে নিলেন ফেডেক্স। সেমি-ফাইনালে ফেডেরার প্রতিপক্ষ রাফায়েল নাদাল।

অন্য কোয়ার্টার ফাইনালে স্যাম কুয়েরিকে স্ট্রেট সেটে হারাল স্প্যানিশ নাদাল। ৭-৫, ৬-২, ৬-২ গেমে কুয়েরিকে হারিয়ে শেষ চারে ওঠেন রাফা।

কেরিয়ারে বিশ্বখ্যাত দুই টেনিস তারকা ৩৯বার মুখোমুখি হলেও, উইম্বলডনে এরআগে মাত্র তিন বার মুখোমুখি হয়েছেন নাদাল-ফেডেরার। তার মধ্যে ২বার জিতেছেন ফেডেরার। আর একবার জিতেছেন নাদাল। এবছরই ফরাসি ওপেনের সেমি-ফাইনালে মুখোমুখি হয়েছিল দুই তারকা। ক্লে-কোর্টে সুইস তারকাকে টেক্কা দেন স্প্যানিশ নাদাল। এবার নিজের প্রিয় ঘাসের কোর্টে সেই হারের বদলা নেওয়ার সুযোগ কুড়িটা গ্র্যান্ডস্ল্যামের মালিক ফেডেরারের সামনে।   

আরও পড়ুন - আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়ব! ভক্তদের বললেন রবীন্দ্র জাদেজা

 

.