Jasprit Bumrah, IND vs AUS : স্লেজিং এখন ইতিহাস! 'বুম বুম বুমরা'-র ইয়র্কারে বোল্ড হয়ে তালি দিলেন ফিঞ্চ! ভিডিয়ো ভাইরাল

Jasprit Bumrah, IND vs AUS : গত ১৪ জুলাই লর্ডসে ইংল্যান্ডের বিরুদ্ধে শেষবার বুমরাকে দেখা গিয়েছিল। সেই একদিনের ম্যাচেই পিঠে চোট পেয়েছিলেন দলের এক নম্বর জোরে বোলার। সেই বুমরা প্রায় দুই মাস পরে কামব্যাক করলেন। 

Updated By: Sep 24, 2022, 01:44 PM IST
Jasprit Bumrah, IND vs AUS : স্লেজিং এখন ইতিহাস! 'বুম বুম বুমরা'-র ইয়র্কারে বোল্ড হয়ে তালি দিলেন ফিঞ্চ! ভিডিয়ো ভাইরাল
নাগপুরে এমন দৃশ্য দেখা গিয়েছিল।

জি ২৪ ঘন্টা ডিজিটাল ব্যুরো: এ কেমন অস্ট্রেলিয়া (Australia) ! যে অজিরা একটা সময় বিপক্ষ হুঙ্কার দিত। বাইশ গজের যুদ্ধ শুরু হওয়ার অনেক আগে থেকেই শুরু করে দিত 'মাইন্ড গেম'। অ্যালান বর্ডার (Allan Border),স্টিভ ওয়া (Steve Waugh), রিকি পন্টিং-এর (Rickey Ponting) জামানায় ম্যাচ জেতার মূল অস্ত্র ছিল 'স্লেজিং'। সেই অজিরা কেমন যেন বদলে গেল। আইপিএল (IPL) যে অজিদের বদলে দিয়েছে এতে কোনও সন্দেহ নেই। ক্রোড়পতি লিগ থেকে কোটি কোটি টাকা পকেটে ঢুকে যায় ওঁদের। তাই তো এখন আর অজিরা 'স্লেজিং' নামক অস্ত্রকে 'হরপ্পা-মহেঞ্জোদারো'র ইতিহাস করে দিয়েছেন। তাই হয়তো জসপ্রীত বুমরার (Jasprit Bumrah) ইয়র্কারে বোল্ড হয়েও আক্ষেপ করার বদলে তালি দেন অ্যারন ফিঞ্চ (Aaron Finch)! 

শুক্রবার নাগপুরে এমনই ঘটনা সবার সামনে ঘটে গেল। বুমরার দুর্ধর্ষ ইয়র্কারে বোল্ড হয়ে প্রশংসা করলেন অজি অধিনায়ক ফিঞ্চ। যে ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। নেটিজেনদের বক্তব্য, বুমরার ইয়র্কার যে কতটা ভয়ঙ্কর, তা আবারও বোঝা গেল। সেই সঙ্গে ফিঞ্চের স্পোর্টসম্যানশিপের প্রশংসাও করেছেন নেটিজেনরা। বৃষ্টির জন্য আউট ফিল্ড ভিজে থাকায় নির্দিষ্ট সময় শুরু হয়নি ম্যাচ। শেষ পর্যন্ত আট ওভারের ম্যাচ আয়োজনের সিদ্ধান্ত নেন আম্পায়াররা। টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন টিম ইন্ডিয়ার (Team India) অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma)। পঞ্চম ওভারে বল করতে আসেন বুমরা। পিঠের চোট সারিয়ে পরে মাঠে ফিরে প্রথম বলটা ওয়াইড করেন। পরের বলে চার মারেন ফিঞ্চ। ওভারের শেষ বলে 'বুমরা স্পেশাল' ধেয়ে আসে ফিঞ্চের দিকে। দারুণ ইনসুইং ইয়র্কারে ফিঞ্চের স্টাম্প উড়ে যায়। ড্রেসিংরুমে দিকে হাঁটা দেওয়ার সময় ব্যাট দিয়ে হাততালি দেন। যে ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে।

আরও পড়ুন: Rohit Sharma, IND vs AUS : 'হিটম্যান' রোহিতের ব্যাটে ছয় উইকেটে জিতে সিরিজে সমতা ফেরাল টিম ইন্ডিয়া

আরও পড়ুন: Rohit Sharma, IND vs AUS : সমতা ফিরিয়ে সতীর্থদের ধন্যবাদ জানিয়েও কেন অবাক 'হিটম্যান'? জানতে পড়ুন

তবে শুধু ফিঞ্চ নয়, প্রবল গতিতে বুমরার ইয়র্কারের মুখে পড়েছিলেন স্টিভ স্মিথ (Steve Smith)। সপ্তম ওভারের তৃতীয় বলে স্মিথকে দুর্দান্ত ইয়র্কার করেন বুমরা। স্মিথের পায়ের আঙুলের দিকে লক্ষ্য করে ইয়র্কার করেন। স্মিথ কোনওক্রম বল সামলানোর চেষ্টা করলেও একটি কোণ ধরে আসতে থাকে। স্মিথের পিছনের জুতোয় বল লাগে। ভারসাম্য সামলাতে না পেরে প্রায় পড়ে যাচ্ছিলেন অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক। সেই ভিডিয়োও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে।

গত ১৪ জুলাই লর্ডসে ইংল্যান্ডের বিরুদ্ধে শেষবার বুমরাকে দেখা গিয়েছিল। সেই একদিনের ম্যাচেই পিঠে চোট পেয়েছিলেন দলের এক নম্বর জোরে বোলার। সেই বুমরা প্রায় দুই মাস পরে কামব্যাক করলেন। মাত্র দুই ওভার বল করে দিলেন ২৩ রান। ওড়ালেন ফিঞ্চের  স্টাম্প। তাও আবার নিজের ট্রেডমার্ক ইনসুইং ইয়র্কারে অজি অধিনায়ককে বধ করলেন। 

বুম বুম বুমরার পারফরম্যান্স দেখে সন্তুষ্ট রোহিত। তিনি ফের বলেন, 'বুমরাকে অনেকদিন পর মাঠে দেখে ভাল লাগল। পিঠের চোট সারিয়ে স্বাভাবিক ছন্দে ফিরে আসতে একটু সময় লাগে। আশাকরি ও দ্রুত নিজের পুরনো ছন্দে ফিরে আসবে।'

চোটের জন্য এশিয়া কাপ থেকে ছিটকে গিয়েছিলেন 'বুম বুম বুমরা'। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টি ম্যাচেও খেলেননি। দ্বিতীয় ম্যাচে দুই ওভারে ২৩ রান দিয়ে এক উইকেট নেন। আর কয়েক সপ্তাহ পরেই শুরু হবে টি-টিয়েন্টি বিশ্বকাপ। এর আগে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তিনটি টি-টিয়েন্টি খেলবে ভারতীয় দল। সেখানে বুমরা নিজেকে কতটা মেলে ধরতে পারেন সেই দিকে সবার নজর রয়েছে। 

 

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)    

.