অবসর ভেঙে এবারের টি-২০ বিশ্বকাপেই খেলতে চেয়েছিলেন ডিভিলিয়ার্স!

সবাইকে অবাক করে ২০১৮ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেন এবি ডিভিলিয়ার্স।

Updated By: Jul 22, 2020, 01:27 PM IST
অবসর ভেঙে এবারের টি-২০ বিশ্বকাপেই খেলতে চেয়েছিলেন ডিভিলিয়ার্স!
ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদন: চলতি বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপেই অবসর ভেঙে ফের আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার অপেক্ষায় ছিলেন দক্ষিণ আফ্রিকার তারকা ব্যাটসম্যান এবি ডিভিলিয়ার্স। জানালেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক কুইন্টন ডি'কক। কিন্তু মারণ ভাইরাসের কারণে আপাতত সে সব পরিকল্পনাই বিশ বাঁও জলে। করোনাভাইরাসের কারণে স্থগিত হয়ে গিয়েছে এ বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপ।

ডি'কক জানিয়েছেন, "টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার জন্য মানসিকভাবে প্রস্তুতি নিতে শুরু করে দিয়েছিলেন ডিভিলিয়ার্স। জাতীয় দলে ডাক পাওয়ার জন্য মুখিয়ে ছিলেন তিনি। কিন্তু করোনাভাইরাসের জেরে টি-টোয়েন্টি বিশ্বকাপ স্থগিত হয়ে যাওয়ায় এবিডি-র সেই আশা কার্যত শেষ হয়ে গেল।"

সবাইকে অবাক করে ২০১৮ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেন এবি ডিভিলিয়ার্স। পরে জানা যায় ২০১৯ সালে বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার জার্সিতে খেলতে চেয়েছিলেন তিনি। যদিও তাঁর খেলা হয়নি। এরপর অবসর ভেঙে ফের আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার কথা প্রকাশ্যে জানান ডিভিলিয়ার্স।

আরও পড়ুন - "আমাদের এক নতুন চাবুক ব্যাটসম্যান আছে"- ধোনিকে প্রথম দেখায় কে একথা বলেছিলেন, জানেন!

 

.