ভারত-শ্রীলঙ্কা ম্যাচ টাই

আম্পায়ারের ভুলে টাই হয়ে গেল অ্যাডিলেডে ভারত-শ্রীলঙ্কার ত্রিদেশীয় সিরিজের ম্যাচটি। ৩০ তম ওভারটি আম্পায়ার ৫ বলে শেষ করে দেন। সেই ওভারটি ছিল মালিঙ্গার।

Updated By: Feb 14, 2012, 10:36 AM IST

আম্পায়ারের ভুলে টাই হয়ে গেল অ্যাডিলেডে ভারত-শ্রীলঙ্কার ত্রিদেশীয় সিরিজের ম্যাচটি। ৩০ তম ওভারটি আম্পায়ার ৫ বলে শেষ করে দেন। সেই ওভারটি ছিল মালিঙ্গার। শ্লগ ওভারে হাড্ডাহাড্ডি লড়াইয়ে জয়ের জন্য শেষ বলে ৪ রান করতে হত ধোনিকে। কিন্তু মালিঙ্গার শেষ বলে ৩ রান করেন ভারত অধিনায়ক।
জয়ের জন্য ভারতের সামনে ২৩৭ রান টার্গেট রেখেছিল শ্রীলঙ্কা। ভারত নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটে ২৩৬ রান করে। প্রথমে ব্যাট করে শ্রীলঙ্কাও নয় উইকেটে ২৩৬ রান করে। শ্রীলঙ্কার পক্ষে চন্ডিমল ৮১ ও  জয়বর্ধনে ৪৩ রান করেন। ভারতের হয়ে বিনয় কুমার ৩ উইকেট পান। ৯১ রানের অনবদ্য ইনিংস খেলেন গৌতম গম্ভীর। আগের ম্যাচের মত এদিনও শতরান হাতছাড়া করেন ভারতীয় ওপেনার। অপরাজিত ৫৮ রানের ইনিংস খেলেন অধিনায়ক ধোনি।

.