বিশ্বের প্রথম ব্যাটসম্যান হিসাবে ৪০০ ছক্কার মালিক আফ্রিদি

`বুম বুম`-এর ব্যাটের সৌজন্যে ক্রিকেট বিশ্ব পেল নতুন বিশ্বরেকর্ড। পৃথিবীর প্রথম ব্যাটসম্যান হিসাবে আন্তর্জাতিক ক্রিকেটে ৪০০টি ওভার বাউন্ডারি হাঁকানোর রেকর্ড গড়লেন পাকিস্তানের শাহিদ আফ্রিদি। ক্রিকেটে ১০ হাজার ক্লাব, ৫ হাজার ক্লাব নিয়ে অনেক আলোচনা হয়। কিন্তু ক্রিকেটের সবচেয়ে বেশি হাততালি পাওয়া ঘটনা ওভার বাউন্ডারি নিয়ে সেভাবে আলচোনা হয় না। বুম বুম আফ্রিদি সেটাই করলেন। ব্যাটসম্যানের সবচেয়ে বড় তৃপ্তির ক্লাবকে দিলেন নতুন এভারেস্ট।

Updated By: Jul 28, 2013, 12:16 PM IST

`বুম বুম`-এর ব্যাটের সৌজন্যে ক্রিকেট বিশ্ব পেল নতুন বিশ্বরেকর্ড। পৃথিবীর প্রথম ব্যাটসম্যান হিসাবে আন্তর্জাতিক ক্রিকেটে ৪০০টি ওভার বাউন্ডারি হাঁকানোর রেকর্ড গড়লেন পাকিস্তানের শাহিদ আফ্রিদি। ক্রিকেটে ১০ হাজার ক্লাব, ৫ হাজার ক্লাব নিয়ে অনেক আলোচনা হয়। কিন্তু ক্রিকেটের সবচেয়ে বেশি হাততালি পাওয়া ঘটনা ওভার বাউন্ডারি নিয়ে সেভাবে আলচোনা হয় না। বুম বুম আফ্রিদি সেটাই করলেন। ব্যাটসম্যানের সবচেয়ে বড় তৃপ্তির ক্লাবকে দিলেন নতুন এভারেস্ট।
রেকর্ড গড়ার পর আফ্রিদিও মজা করে বললেন , টেস্টে প্রথম ব্যাটসম্যান হিসাবে লারার ৪০০ রানের ইনিংস নিয়ে যেমন আলোচনা হয়, আমার ৪০০ টা নিয়েও মনে হয় এমন আলোচনাই হবে।
৪৪৬ টি আন্তর্জাতিক ম্যাচে আফ্রিদি মারলেন ৪০০ টি ওভার বাউন্ডারি। বাউন্ডারি মেরেছেন মোট ৯৬১টি। মোট রান ৯৯২৯।
আফ্রিদির ঠিক পরেই আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি ছক্কা হাঁকানোর রেকর্ড ক্রিস গেইলের (৩৫৩টি, ৩৮৪ টি ম্যাচে)। ভারতীয়দের মধ্যে সবচেয়ে বেশি ওভার বাউন্ডারি হাঁকানোর রেকর্ড সচিন তেন্ডুলকরের (২৬৪টি, ৬৬২ ম্যাচে)। এই ছক্কা হাঁকানোর ক্লাবে ভারতীয়দের মধ্যে দ্বিতীয় মহেন্দ্র সিং ধোনি (২৪৯টি, ৩৪৫ ম্যাচে)। ভারতীয় অধিনায়কের ঠিক পরেই আছেন সৌরভ গাঙ্গুলি (২৪৮টি, ৪২৪ ম্যাচে)।
আফ্রিদির রেকর্ড গড়ার দিনে দারুণ জয় পেল পাকিস্তান। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে কিংস্টোনে প্রথম টি২০ ম্যাচে পাকিস্তান জিতল একেবারে শেষ বলে। পাকিস্তানকে শেষ বলে ছক্কা মেরে জেতান ৩৪ বছরের জুলফিকার বাবর। ম্যান অফ দি ম্যাচ অবশ্য `কামব্যাক কিডস্` আফ্রিদি ( ২৭ বলে ৪৬ রান)।

খেলোয়াড় Mat Inns NO Runs HS Ave BF SR 100 50 0 4s 6s
ক্রিস গেইল 384 451 29 16577 333 39.28 22509 73.64 37 89 38 2089 353
ST Jayasuriya 586 651 35 21032 340 34.14 25849+ 81.13* 42 103 53 2486 352
BB McCullum 357 383 43 11293 225 33.21 14273 79.12 12 64 27 1165 277
SR Tendulkar 662 780 74 34273 248* 48.54 50674+ 67.61* 100 163 34 4062+ 264
AC Gilchrist 396 429 32 15461 204* 38.94 16910 91.43 33 81 33 1866 262
JH Kallis 508 604 97 25292 224 49.88 44800 56.45 61 148 30 2428 253
MS Dhoni 345 360 87 12315 224 45.10 16006 76.93 14 76 16 1068 249
SC Ganguly 424 488 40 18575 239 41.46 29486 62.99 38 107 29 2022 247
RT Ponting 560 668 70 27483 257 45.95 40130 68.48 71 146 39 2781 246
Tags:
.