৮ বছর পরে ভারতের মাটিতে ডেভিস কাপের ম্যাচ খেলা হবে ঘাসের কোর্টে

প্রায় আট বছর পর ভারতের মাটিতে ডেভিস কাপের ম্যাচ খেলা হবে ঘাসের কোর্টে। শুক্রবার থেকে ডেভিস কাপের টাইয়ে কোরিয়ার মুখোমুখি ভারত। 

Updated By: Jul 15, 2016, 10:17 AM IST
৮ বছর পরে ভারতের মাটিতে ডেভিস কাপের ম্যাচ খেলা হবে ঘাসের কোর্টে

ব্যুরো: প্রায় আট বছর পর ভারতের মাটিতে ডেভিস কাপের ম্যাচ খেলা হবে ঘাসের কোর্টে। শুক্রবার থেকে ডেভিস কাপের টাইয়ে কোরিয়ার মুখোমুখি ভারত। 

ডেভিস কাপে সংঘাত দুরে সরিয়ে কাছাকাছি লি-রো

বর্ষার মধ্যে ঘাসের কোর্টে খেলাকে চ্যালেঞ্জ হিসাবে দেখছেন ভারতের টেনিস খেলোয়াড়রা। লিয়েন্ডার পেজের দাবি পরিবেশের সঙ্গে যে দল দ্রুত মানিয়ে নেবে তারাই এগিয়ে থাকবে। প্রথম দিনের ম্যাচ সবসময় গুরুত্বপূর্ণ হয় বলে দাবি লিয়েন্ডারের। তাই শুক্রবার রামকুমার রামানাথনের ম্যাচের দিকে তাঁরা তাকিয়ে বলে জানিয়েছেন তিনি। দল হিসাবে যে কোনও পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে তারা প্রস্তুত বলেও জানিয়েছেন পেজ।

.