কোপা আমেরিকায় ব্যর্থতার জের, চাকরি হারাতে পারেন ব্রাজিল কোচ দুঙ্গা
কোপা আমেরিকায় ব্যর্থতার জের। চাকরি হারাতে পারেন ব্রাজিল কোচ দুঙ্গা। মার্কিন যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেই ব্রাজিল ফুটবল ফেডারেশনের সভাপতি মার্কো পোলোর সঙ্গে বৈঠকে বসবেন দুঙ্গা আর দলের টিডি গিলমার। দুজনের সঙ্গে কথা বলেই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে ব্রাজিল ফুটবল ফেডারেশন।পরপর দুটো কোপায় ব্যর্থ হয়েছে সেলেকাওরা।
ওয়েব ডেস্ক: কোপা আমেরিকায় ব্যর্থতার জের। চাকরি হারাতে পারেন ব্রাজিল কোচ দুঙ্গা। মার্কিন যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেই ব্রাজিল ফুটবল ফেডারেশনের সভাপতি মার্কো পোলোর সঙ্গে বৈঠকে বসবেন দুঙ্গা আর দলের টিডি গিলমার। দুজনের সঙ্গে কথা বলেই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে ব্রাজিল ফুটবল ফেডারেশন।পরপর দুটো কোপায় ব্যর্থ হয়েছে সেলেকাওরা।
এবার তো গ্রুপ লিগ থেকে বিদায় নিতে হয়েছে। দলের পারফরম্যান্সে একেবারেই খুশি নয় ফেডারেশন। এবারের কোপায় দুটো ম্যাচে গোল করতে পারেনি তারা। দুঙ্গার স্ট্র্যাটেজি নিয়েও সন্তুষ্ট নয় BFA। এই পরিস্থিতিতে দুঙ্গা চাকরি হারাতে চলেছেন বলেই মনে করা হচ্ছে। দুঙ্গার জায়গায় ব্রাজিলের নতুন কোচ হিসাবে নাম উঠে আসছে কোরিন্থিয়ান্সের কোচ টিটের।