বাংলাদেশকে নয় উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ভারত

রোহিত শর্মা ও বিরাট কোহলির অনবদ্য ব্যাটিংয়ের সৌজন্যে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে উঠল ভারত। বৃহস্পতিবার বার্মিংহামে সেমিফাইনালে একপেশে ম্যাচে বাংলাদেশকে নয় উইকেটে হারিয়ে দেয় ভারতীয় দল। এদিন  প্রথমে ব্যাট করে সাত উইকেটে দুশো চৌষট্টি রান করে বাংলাদেশ। জবাবে এক উইকেট খুইয়ে জয়ের লক্ষ্যে পৌছে যায় ভারত।  ভারতের পক্ষে শতরান করেন রোহিত শর্মা। রোহিত একশো তেইশ রানে অপরাজিত থাকেন। অধিনায়ক বিরাট কোহলি অল্পের জন্য শতরান পাননি। ছিয়ানব্বই রানে অপরাজিত থাকেন বিরাট।একদিনের ক্রিকেটে কোহলি দ্রুততম ক্রিকেটার হিসেবে এদিন আট হাজার রান পূর্ণ করেন। রবিবার ফাইনালে পাকিস্তানের মুখোমুখি হবেন কোহলিরা। (আরও পড়ুন- ২৩.৭ কটি টাকায় বিক্রি হল বিরাটের ছবি)

Updated By: Jun 16, 2017, 12:02 AM IST
বাংলাদেশকে নয় উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ভারত

ওয়েব ডেস্ক: রোহিত শর্মা ও বিরাট কোহলির অনবদ্য ব্যাটিংয়ের সৌজন্যে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে উঠল ভারত। বৃহস্পতিবার বার্মিংহামে সেমিফাইনালে একপেশে ম্যাচে বাংলাদেশকে নয় উইকেটে হারিয়ে দেয় ভারতীয় দল। এদিন  প্রথমে ব্যাট করে সাত উইকেটে দুশো চৌষট্টি রান করে বাংলাদেশ। জবাবে এক উইকেট খুইয়ে জয়ের লক্ষ্যে পৌছে যায় ভারত।  ভারতের পক্ষে শতরান করেন রোহিত শর্মা। রোহিত একশো তেইশ রানে অপরাজিত থাকেন। অধিনায়ক বিরাট কোহলি অল্পের জন্য শতরান পাননি। ছিয়ানব্বই রানে অপরাজিত থাকেন বিরাট।একদিনের ক্রিকেটে কোহলি দ্রুততম ক্রিকেটার হিসেবে এদিন আট হাজার রান পূর্ণ করেন। রবিবার ফাইনালে পাকিস্তানের মুখোমুখি হবেন কোহলিরা। (আরও পড়ুন- ২৩.৭ কটি টাকায় বিক্রি হল বিরাটের ছবি)

.