সচিনের শহরে সেঞ্চুরিতে জোড়া গোল সুনীলের

সোমবার সচিনের শহর ডুবে থাকল সুনীলের সেঞ্চুরিতেই।

Updated By: Jun 5, 2018, 08:34 AM IST
সচিনের শহরে সেঞ্চুরিতে জোড়া গোল সুনীলের

নিজস্ব প্রতিবেদন :  জোড়া গোল করে শততম ম্যাচকে স্মরণীয় করে রাখলেন ভারতীয় ফুটবলের পোস্টার বয় সুনীল ছেত্রী। সোমবার মুম্বইয়ের ফুটবল এরিনায় ইন্টার কন্টিনেন্টাল কাপে কেনিয়ার বিরুদ্ধে কেরিয়ারের শততম ম্যাচ খেললেন ভারত অধিনায়ক সুনীল ছেত্রী। টানেল দিয়ে বেরোনোর সময় তাঁকে 'গার্ড অব অনার' দেওয়া হয়। এরপর জাতীয় দলের জার্সিতে একশো ম্যাচ খেলা ভাইচুং ভুটিয়া, সুনীলের হাতে তুলে দিলেন শততম ম্যাচের স্মারক।পাশে ছিলেন ভারতীয় ফুটবলের আর এক প্রাক্তন তারকা আই এম বিজয়ন। ভাইচুং-বিজয়ন পরেছিলেন ১০০ লেখা জার্সি।

আরও পড়ুন- ইজরায়েলের বিরুদ্ধে মেসি খেললে তুমুল বিক্ষোভের হুমকি

আগের ম্যাচে চাইনিজ তাইপেকে ৫-০ গোলে হারানোর পর এদিন কেনিয়াকে ৩-০ গোলে হারাল ভারত। বৃষ্টিস্নাত মুম্বই ফুটবল এরিনায় প্রথমার্ধে গোলের দেখা মেলেনি। দ্বিতীয়ার্ধে বক্সে সুনীলকে ফেলে দিলে পেনাল্টির নির্দেশ দেন রেফারি। স্পটকিক থেকে গোল করতে ভুল করেননি মাইলস্টোন ম্যান। তখন সবে ৬৯ মিনিট হয়েছে। ২মিনিট পরেই জেজের গোলে ব্যবধান বাড়িয়ে নেয় কনস্টানটাইনের দল। আর ম্যাচের ইনজুরি টাইমে বলবন্তের পাস ধরে গোলকিপারের মাথার ওপর দিয়ে চিপ করে স্কোরলাইন ৩-০ করলেন সুনীল।

আরও পড়ুন- ভারতীয় সময়ে রাশিয়া বিশ্বকাপের সূচি

ভারত অধিনায়কের ডাকে সাড়া দিয়ে সোমবার গ্যালারি ভরিয়ে দিল ক্রিকেটের শহর। সুনীলের শততম ম্যাচ দেখতে গ্যালারিতে ভিড় জমে উঠেছিল। মায়ানগরী মুম্বই মেতে উঠল ফুটবলে। স্ত্রী সোনমের পাশাপাশি সুনীলের পরিবারও স্বাক্ষী থাকল মাইলস্টোনের। ছিলেন ফেডারেশন প্রেসিডেন্ট প্রফুল প্যাটেলও। ম্যাচ শেষে গোটা মাঠ ঘুরে সমর্থকদের কৃতজ্ঞতা জানালেন সুনীল ছেত্রী। সোমবার সচিনের শহর ডুবে থাকল সুনীলের সেঞ্চুরিতেই।

.