ইংল্যান্ড সফরে আগে টি-টোয়েন্টি পরে টেস্ট!

দক্ষিণ আফ্রিকা সফরে ১-২ ব্যবধানে টেস্ট সিরিজে হারের পরই বোর্ডের এই সিদ্ধান্ত। ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়া সফরের আগে তেমন ইঙ্গিতই কিন্তু দিয়ে রাখলেন বিসিসিআই সিইও রাহুল জোহরি।

Updated By: Mar 11, 2018, 05:37 PM IST
ইংল্যান্ড সফরে আগে টি-টোয়েন্টি পরে টেস্ট!
ছবি-বিসিসিআই

নিজস্ব প্রতিবেদন : দক্ষিণ আফ্রিকা সফর থেকে শিক্ষা নিয়ে এবার নতুন পদক্ষেপ করতে চলেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। বিদেশ সফরে পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে টেস্ট সিরিজের আগে এবার থেকে টি-টোয়েন্টি ও একদিনের ম্যাচ খেলবে টিম ইন্ডিয়া।

আরও পড়ুন- হার্দিককে নিয়ে হাসাহাসি দীনেশ-রাহুলের, দেখুন ভিডিও

দক্ষিণ আফ্রিকা সফরে ১-২ ব্যবধানে টেস্ট সিরিজে হারের পরই বোর্ডের এই সিদ্ধান্ত। ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়া সফরের আগে তেমন ইঙ্গিতই কিন্তু দিয়ে রাখলেন বিসিসিআই সিইও রাহুল জোহরি।

আরও পড়ুন- শ্রীলঙ্কাকে হারিয়ে মুশফিকুরের 'নাগিন ডান্স'

রাহুল বলেন, " টিম ম্যানেজমেন্টের মতামত নিয়ে আমরা আলোচনা করেছি। সামনেই টিম ইন্ডিয়ার ইংল্যান্ড সফর রয়েছে। প্রথম টেস্ট শুরুর আগে  মাস খানেক ইংল্যান্ডের পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়ার সময় পাচ্ছেন ক্রিকেটাররা। ইংল্যান্ডে আগে একদিনের সিরিজ এবং টি টোয়েন্টি সিরিজ খেলবে, তারপর রয়েছে টেস্ট সিরিজ।"

তিনি আরও জানান, অস্ট্রেলিয়া সফরেও আগে টি-টোয়েন্টি এবং পরে টেস্ট সিরিজ হবে। এমনকী ক্রিকেট অস্ট্রেলিয়াও যে বিসিসিআইয়ের প্রস্তাবে রাজি তাও জানান জোহরি।
খেলার খবর জানতে দেখুন স্পোর্টস ২৪, রাত ৮ টা ৪০ মিনিটে। শুধুমাত্র ২৪ ঘণ্টায়

.