Ajaz Patel এর পাখির চোখ IPL 2022! কী বলছেন ইতিহাস লেখা কিউয়ি স্পিনার?

আগামী বছর জানুয়ারির শুরুর দিকে আইপিএলের মেগা নিলাম অনুষ্ঠান।

Updated By: Dec 7, 2021, 06:21 PM IST
Ajaz Patel এর পাখির চোখ IPL 2022! কী বলছেন ইতিহাস লেখা কিউয়ি স্পিনার?

নিজস্ব প্রতিবেদন: মুম্বই টেস্টে অনন্য ইতিহাস লেখা নিউজিল্যান্ডের স্পিনার আজাজ প্যাটল (Ajaz Patel) এখন খবরের শিরোনামে। এক বেসরকারি চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে আজাজ জানিয়েছেন যে, তিনি আইপিএল (IPL 2022) খেলতে মুখিয়ে আছেন। ক্রোড়পতি লিগে খেলার সুযোগ পেলে সেই সুযোগ তিনি লুফে নেবেন। কেন উইলিয়ামসন-ট্রেন্ট বোল্টদের সতীর্থ বলছেন, "আমার খুব খুশি হব আইপিএল খেলতে পারলে। অসাধারণ একটা টুর্নামেন্ট। সবাই ফলো করে। সারা বিশ্বে এই নিয়ে মাতামাতি হয়। আমার কাছে এটা অসাধারণ টুর্নামেন্ট। যদি সুযোগ পাই তাহলে অবশ্যই খেলব।"

আরও পড়ুন: Exclusive: কোচ Rahul Dravid কোথায় আলাদা? জানিয়ে দিলেন টেস্টে 'পুনর্জন্ম' নেওয়া Wriddhiman Saha

মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ক্রিকেট ইতিহাসে নিজের নাম লিখিয়েছেন কিউয়ি স্পিনার। আজাজ বিশ্বের তৃতীয় স্পিনার হিসেবে টেস্টে এক ইনিংসে ১০ উইকেট নিয়েছেন। দুই প্রবাদপ্রতিম জিম লেকার (JIm Lekar) ও অনিল কুম্বলের (Anil Kumble) ক্লাবে এসেছেন তিনি। ১৯৮০ সালে মুম্বইতে ভারতের বিরুদ্ধে দুই ইনিংস মিলিয়ে ১০৬ রানে ১৩ উইকেট নিয়েছিলেন ইংল্যান্ডের তারকা অলরাউন্ডার ইয়ান বোথাম। সেই টেস্টের প্রথম ইনিংসে ৫৮ রানে ৬ উইকেট নেওয়ার পর দ্বিতীয় ইনিংসেও জ্বলে উঠেছিলেন বোথাম। নিয়েছিলেন ৪৮ রানে ৭ উইকেট। ওয়াংখেড়ের বাইশ গজে প্রথম ইনিংসে ১১৯ রানে ১০ উইকেট নিয়ে ইতিহাস গড়ে ফেলার পর, দ্বিতীয় ইনিংসে আজাজের ঝুলিতে আসে ৪ উইকেট। ফলে বোথামকে টপকে ৪১ বছরের পুরনো রেকর্ডও ভাঙেন তিনি।

আগামী বছর জানুয়ারির শুরুর দিকে আইপিএলের মেগা নিলাম অনুষ্ঠান ( IPL 2022 Mega Auction)। এবার দুইটি নতুন ফ্র্যাঞ্চাইজি জুড়েছে এই লিগে। ফের একবার ১০ দলের আইপিএল। এবার দেখার আজাজ প্যাটেলকে নেওয়ার জন্য কোন ফ্র্যাঞ্চাইজি ঝাঁপায়! 

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)