কানপুর টেস্টের আগে পিচ নিয়ে কী বললেন রাহানে?
কানপুরে নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজের প্রথম টেস্টে খেলতে নামার আগে পিচ নিয়ে অনেক কথাই বললেন ভারতীয় টেস্ট দলের নির্ভরযোগ্য ক্রিকেটার অজিঙ্কা রাহানে। তাঁর দাবি, প্রথম টেস্টে কানপুরের পিচ থেকে বেশ ভালোই সাহায্য পাবেন ভারতীয় দলের স্পিনাররা। সাংবাদিকদের রাহানে বলেছেন, 'দেশের মাটিতে অনেকগুলো ম্যাচ খেলবো আমরা টানা। তার প্রথমটা শুরু হচ্ছে কানপুর থেকেই। ভারতীয় ক্রিকেটের সূচি অনুযায়ী এবার আমরা ঘরের মাঠে টানা ১৩টি টেস্ট খেলবো। যদিও আমরা একটা একটা করে ম্যাচ ধরে এগোতে চাই। তাই একটা ভালো শুরুর দিকে তাকিয়ে আছি।'
![কানপুর টেস্টের আগে পিচ নিয়ে কী বললেন রাহানে? কানপুর টেস্টের আগে পিচ নিয়ে কী বললেন রাহানে?](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2016/09/19/66323-rahane19-9-16.gif)
ওয়েব ডেস্ক: কানপুরে নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজের প্রথম টেস্টে খেলতে নামার আগে পিচ নিয়ে অনেক কথাই বললেন ভারতীয় টেস্ট দলের নির্ভরযোগ্য ক্রিকেটার অজিঙ্কা রাহানে। তাঁর দাবি, প্রথম টেস্টে কানপুরের পিচ থেকে বেশ ভালোই সাহায্য পাবেন ভারতীয় দলের স্পিনাররা। সাংবাদিকদের রাহানে বলেছেন, 'দেশের মাটিতে অনেকগুলো ম্যাচ খেলবো আমরা টানা। তার প্রথমটা শুরু হচ্ছে কানপুর থেকেই। ভারতীয় ক্রিকেটের সূচি অনুযায়ী এবার আমরা ঘরের মাঠে টানা ১৩টি টেস্ট খেলবো। যদিও আমরা একটা একটা করে ম্যাচ ধরে এগোতে চাই। তাই একটা ভালো শুরুর দিকে তাকিয়ে আছি।'
আরও পড়ুন এমন মুরগি সম্ভাবত আপনি জীবনে দেখেননি
অজিঙ্কা রাহানে আরও বলেছেন, 'ওয়েস্ট ইন্ডিজ সফরটা আমাদের ভালোই কেটেছে। সেটা শেষ হওয়ার পর আমাদের বেশ কয়েকজন ক্রিকেটার দলীপ ট্রফিতে খেলে নিজেদের ঝালিয়ে নিয়েছে। এগুলো সবই আমাদের কাজে লাগবে।'
আরও পড়ুন ধোনির বায়োপিক নিয়ে বোম ফাটালেন গম্ভীর!