Ajinkya Rahane: ফের একবার কাউন্টি খেলতে চললেন রাহানে? এবার কোন দলে?

দেশের হয়ে তিনি ৮২টি টেস্ট এবং ৯০টি ওয়ান ডে ম্যাচ খেলেছেন। গত কয়েক বছরে কাউন্টি ক্রিকেটে ভারতীয় ক্রিকেটারদের অন্তর্ভুক্তি চোখে পড়ার মতো। সোমবার আরও একটি কাউন্টি দল সাসেক্স জানিয়েছে, তাদের দলে ভারতীয় ব্যাটার চেতেশ্বর পুজারা ফিরে আনছে। 

Updated By: Jan 31, 2023, 07:49 PM IST
Ajinkya Rahane: ফের একবার কাউন্টি খেলতে চললেন রাহানে? এবার কোন দলে?
ফের একবার কাউন্টি খেলতে জাচ্ছেন অজিঙ্কা রাহানে।

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: মুম্বইয়ের (Mumbai) রঞ্জি ট্রফি (Ranji Trophy 2022-23) অভিযান ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছে। টিম ইন্ডিয়াতে (Team India) কামব্যাক করার জন্য এবার কাউন্টিকে (County Championship) বেছে নিলেন অজিঙ্কা রাহানে (Ajinkya Rahane)। ভারতীয় টেস্ট দলের এই অভিজ্ঞ ব্যাটারকে এবার ইংল্যান্ডের কাউন্টি দলের অন্যতম দল লিসেস্টারশায়ারে (Leicestershire) খেলতে দেখা যাবে। এই দলের হয়ে আটটি কাউন্টি ম্যাচ খেলা ছাড়াও ২০২৩ মরসুমের রয়্যাল লন্ডন কাপের (Royal London Cup 2023) সব ম্যাচ খেলবেন রাহানে। 

এর আগে হ্যাম্পশায়ারের হয়ে খুব অল্পদিন খেলেছিলেন ভারতের এই ডান হাঁতি ব্যাটার। এবার লিসেস্টারশায়ারে রাহানের অন্তর্ভুক্তি হল। ফলে সেই দলের ব্যাটিংয়ের শক্তি যে বাড়ল সেটা আর বলার অপেক্ষা রাখে না। চলতি বছরে কাউন্টি চ্যাম্পিয়নশিপে লিসেস্টারশায়ারের জয় এখনও অধরা। পয়েন্ট টেবিলে তারা সাসেক্সের নিচে ছিল। তাই রাহানের মতো অভিজ্ঞকে দলে নেওয়া হল। 

আরও পড়ুন: Mahendra Singh Dhoni, IPL 2023: নেটে ব্যাট হাতে নেমেই ফের 'মাহি মার রাহা হ্যায়'! ভিডিয়ো ভাইরাল

আরও পড়ুন: BEN vs JHA, Ranji Trophy Quarterfinals 2022-23: বাইশ গজে ফের আগুনে আকাশ! ১৭৩ রানে গুটিয়ে ঝলসে গেল ঝাড়খণ্ড

দেশের হয়ে তিনি ৮২টি টেস্ট এবং ৯০টি ওয়ান ডে ম্যাচ খেলেছেন। গত কয়েক বছরে কাউন্টি ক্রিকেটে ভারতীয় ক্রিকেটারদের অন্তর্ভুক্তি চোখে পড়ার মতো। সোমবার আরও একটি কাউন্টি দল সাসেক্স জানিয়েছে, তাদের দলে ভারতীয় ব্যাটার চেতেশ্বর পুজারা ফিরে আনছে। 

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.