ভারতের ভরাডুবি, নির্বাচকদের দুষলেন আক্রম

অস্ট্রেলিয়ার মাটিতে ভারতের ভরাডুবির জন্য ভারতীয় নির্বাচকদের দুষলেন পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার ওয়াসিম আক্রম। তাঁর মতে নির্বাচকদের কিছু ভুল সিদ্ধান্তের জন্য ডুবতে হচ্ছে ভারতকে।

Updated By: Jan 19, 2012, 06:42 PM IST

অস্ট্রেলিয়ার মাটিতে ভারতের ভরাডুবির জন্য ভারতীয় নির্বাচকদের দুষলেন পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার ওয়াসিম আক্রম। তাঁর মতে নির্বাচকদের কিছু ভুল সিদ্ধান্তের জন্য ডুবতে হচ্ছে ভারতকে।
আক্রম সবথেকে বেশি সরব হয়েছেন সিনিয়র ক্রিকেটারদের পারফরম্যান্স নিয়ে। তাঁর মতে সচিন তেন্ডুলকর, রাহুল দ্রাবিড়, ভিভিএস লক্ষ্মণদের বয়স চল্লিশের কোঠায় চলে গেছে। ফলে বয়স পারফরম্যান্সের ক্ষেত্রে একটা বাধা হয়ে দাঁড়াচ্ছে।
সিডনি এবং পার্থে দীর্ঘক্ষণ ফিল্ডিংয়ের শেষে ব্যাট করার সময় সচিন, দ্রাবিড়দের ফুটওয়ার্কে বেশ সমস্যা হচ্ছিল। এমনই অভিযোগ করেছেন আক্রম। তাঁর মতে বয়সের জন্য একটা ক্লান্তি আসছে সিনিয়রদের। এই ব্যাপারটা নিয়ে ভাবতে হবে ভারতীয় নির্বাচকদের। প্রয়োজনে কিছু কঠিন সিদ্ধান্ত নিতে হবে। এর পাশাপাশি মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বেরও সমালোচনা করেন আক্রম।

Tags:
.