কুলদীপের পর এবার 'অপসর' অকসরকে, মনীশ পান্ডের জাতীয় দলের দরজা খুলল
বিশ্বকাপের আগে ভারতীয় দলে ফের সুযোগ দেওয়া হল আরও এক তরুণ স্পিনারকে। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ওয়ানডে সিরিজে শেষ দুটি ম্যাচে দলে আনা হল স্পিনার অকসর প্যাটলকে। বিষ্ময় স্পিনার কুলদীপ যাদবের পর ধোনির সংসারে এলেন আরও এক তরুণ স্পিনার।
ওয়েব ডেস্ক: বিশ্বকাপের আগে ভারতীয় দলে ফের সুযোগ দেওয়া হল আরও এক তরুণ স্পিনারকে। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ওয়ানডে সিরিজে শেষ দুটি ম্যাচে দলে আনা হল স্পিনার অকসর প্যাটলকে। বিষ্ময় স্পিনার কুলদীপ যাদবের পর ধোনির সংসারে এলেন আরও এক তরুণ স্পিনার।
চ্যাম্পিয়ন লিগ টি২০-তে কিংস ইলেভেন পাঞ্জাবের হয়ে দুরন্ত বল করা অকসর বাংলাদেশে চলতি বছর জুনে দেশের হয়ে অভিষেক হয়েছিল। অকসরকে সুযোগ দিতে ১৪ জনের বদলে এদিন ১৫ জনের নাম ঘোষণা করা হল। বাকি দল অপরিবর্তিত রাখা হয়েছে। ১৭ তারিখ ধরমশালা ও ২০ তারিখ কলকাতায় সিরিজের বাকি দুটি ওয়ানডে আয়োজিত হবে। সিরিজ এখন ১-১ দাঁড়িয়ে। প্রাকৃতিক বিপর্যয়ের কারণে আজ বিশাপত্তনামে তৃতীয় ওয়ানডে বাতিল করা হয়।
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে একমাত্র টি ২০ ম্যাচে সুযোগ দেওয়া হল কলকাতা নাইট রাইডার্সের হয়ে নজর কাড়া ব্যাটসম্যান মনীশ পান্ডেকে। আইপিএলে প্রথম ভারতীয় হিসাবে শতরান করেন মনীশ। মনে করা হচ্ছিল রবীন উথাপ্পাকে টি২০ তে সুযোগ দেওয়া হবে। কিন্তু রবীনের বদলে দলে নেওয়া হল মনীশকে। এ ছাড়াও টি২০ দলে নতুনদের মধ্যে রয়েছেন করণ শর্মা,সঞ্জু স্যামসন। ওয়ানডের মত টি২০তেও সুযোগ পেয়েছেন অকসর প্যাটেল। তবে টি ২০ দলে জায়গা পাননি কুলদীপ যাদব।
India T20I squad MS Dhoni (capt & wk), Shikhar Dhawan, Ajinkya Rahane, Virat Kohli, Suresh Raina, Stuart Binny, Ravindra Jadeja, Akshar Patel, Karn Sharma, Bhuvneshwar Kumar , Mohammed Shami, Sanju Samson, Manish Pandey, Umesh Yadav
India ODI squad MS Dhoni (capt & wk), Shikhar Dhawan, Ajinkya Rahane, Virat Kohli, Suresh Raina, Ambati Rayudu, Ravindra Jadeja, Amit Mishra, Bhuvneshwar Kumar, Mohammed Shami, Ishant Sharma, Umesh Yadav, M Vijay, Kuldeep Yadav, Akshar Patel