৪ রানে অল আউট! কোনও ব্যাটসম্যানই রানের খাতা খুলতে পারলেন না

অবাক হচ্ছেন তো! নাকি ভাবছেন ভুতুড়ে কাণ্ড! এর কোনওটাই নয়। বাস্তবে এমনটাই ঘটেছে কোচিতে।

Updated By: May 16, 2019, 10:06 PM IST
৪ রানে অল আউট! কোনও ব্যাটসম্যানই রানের খাতা খুলতে পারলেন না

নিজস্ব প্রতিবেদন : ০,০,০,০,০,০,০,০,০,০,০,০! ১১ জন ব্যাটসম্যানের রান এমনই। অবাক হচ্ছেন তো! নাকি ভাবছেন ভুতুড়ে কাণ্ড! এর কোনওটাই নয়। বাস্তবে এমনটাই ঘটেছে কোচিতে। মাল্লাপুরম জেলায় অনূর্ধ্ব-১৯ মহিলাদের ক্রিকেট টুর্নামেন্টে এই ঘটনা। কাসারাগোড় বনাম ওয়ানাড়ের মধ্যে ম্যাচে এই কাণ্ডটিই ঘটেছে।

টস জিতে অবশ্য প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছিল কাসারগোড়। প্রথমে দেখে এমনটা যে হতে পারে তাও কেউ আন্দাজ করতে পারেনি। কারণ প্রথম দুই ওভার টিকে গিয়েছিলেন কাসারগোড়ের দুই ওপেনার কে ভিকশিথা ও এস চৈত্রা। এরপর শুরু হয় শূন্য মিছিল। শুধু তাই নয়, ১০ জন ব্যাটসম্যানের প্রত্যেকেই শূন্য রানেবোল্ড হয়েছেন। ১১ নম্বর ব্যাটসম্যানটিও শূন্য রানে অপরাজিত থাকেন। কাসারগোড়ের ব্যাটসম্যানরা ব্যাট দিয়ে এক রান না করলেও ওয়ানাড় বোলারদের সৌজন্যে স্কোরবোর্ডে রান ওঠে চার। অতিরিক্ত চারটি রান দেয় ওয়ানাড়। না হলে শূন্য রানে অল আউট হয়ে যেত কাসারগোড়। জয়ের জন্য প্রয়োজনীয় রানটা অবশ্য ওয়ানাড়ের ওপেনাররা এক ওভারেই তুলে ফেলে।

আরও পড়ুন - ICC World Cup 2019: ভারতের বোলিং আক্রমণ নিয়ে চিন্তায় থাকবে বাকি দলগুলো, বললেন ভুবনেশ্বর কুমার

এক ইনিংসে দলের সব ব্যাটসম্যানই শূন্য রানে আউট এবং প্রত্যেকেই বোল্ড - এই ঘটনা ক্রিকেটের ইতিহাসে সম্ভবত এর আগে ঘটেনি।

.