I LEAGUE 2019-20: কেন্দ্রীয় সরকারের নয়া নির্দেশিকায় বিশ বাঁও জলে আই লিগ!

কয়েকদিন আগেই কেন্দ্রীয় সরকার ক্রীড়া সংস্থাগুলোকে জানিয়েছিল যে ৩১ মার্চ অবধি কোনও খেলা আয়োজন করা যাবে না।

Updated By: Mar 19, 2020, 05:05 PM IST
I LEAGUE 2019-20: কেন্দ্রীয় সরকারের নয়া নির্দেশিকায় বিশ বাঁও জলে আই লিগ!

নিজস্ব প্রতিবেদন : করোনা আতঙ্কের মাঝেই বৃহস্পতিবার নতুন নির্দেশিকা জারি করল কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রক। সেই নির্দেশিকায় জানিয়ে দেওয়া হয়েছে যে ১৫ এপ্রিলের আগে কোনও খেলা নয়। জানিয়ে দেন ক্রীড়ামন্ত্রী কিরন রিজিজু। কেন্দ্রীয় সরকারের নয়া নির্দেশিকার আপাতত বিশ বাঁও জলে আই লিগ!

কয়েকদিন আগেই কেন্দ্রীয় সরকার ক্রীড়া সংস্থাগুলোকে জানিয়েছিল যে ৩১ মার্চ অবধি কোনও খেলা আয়োজন করা যাবে না। তারপরই ১৫ এপ্রিল পর্যন্ত আইপিএল স্থগিত রাখে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড। বন্ধ রাখা হয়েছে ঘরোয়া ক্রিকেট। ৩১ মার্চ পর্যন্ত আই লিগ সহ সমস্তরকম ফুটবল বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় সর্বভারতীয় ফুটবল ফেডারেশন।

তবে এপ্রিলের শুরুতে পরিস্থিতি দেখে পুনরায় আই লিগ শুরুর কথা ভেবে রেখেছিল এআইএফএফ। কিন্তু কেন্দ্রীয় সরকারের নতুন নির্দেশিকায় তা ভেস্তে গেল। লিগ শেষ করা নিয়েই অনিশ্চয়তা তৈরি হল। ১৫ এপ্রিল পর্যন্ত বন্ধ থাকছে ট্রেনিং সেন্টারগুলোও।

আরও পড়ুন - করোনা মোকাবিলায় মাঠে নেমে পড়লেন মাস্টার ব্লাস্টার, হাত ধোয়ার সঠিক পদ্ধতিও বলে দিলেন

.