স্মিথের ব্যাটে ভর করে বক্সিং ডে টেস্টেও অ্যাডভানটেজ অস্ট্রেলিয়া
ভারতের বিরুদ্ধে তিন টেস্টেই শতরান পেলেন অসি অধিনায়ক স্টিভ স্মিথ। অ্যাডিলেড,গাব্বার পর মেলবোর্নে বক্সিং ডে টেস্টেও দুরন্ত শতরান করলেন তরুণ এই ব্যাটসম্যান।
![স্মিথের ব্যাটে ভর করে বক্সিং ডে টেস্টেও অ্যাডভানটেজ অস্ট্রেলিয়া স্মিথের ব্যাটে ভর করে বক্সিং ডে টেস্টেও অ্যাডভানটেজ অস্ট্রেলিয়া](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2014/12/27/33066-smith.jpg)
মেলবোর্ন: ভারতের বিরুদ্ধে তিন টেস্টেই শতরান পেলেন অসি অধিনায়ক স্টিভ স্মিথ। অ্যাডিলেড,গাব্বার পর মেলবোর্নে বক্সিং ডে টেস্টেও দুরন্ত শতরান করলেন তরুণ এই ব্যাটসম্যান।
মাইকেল ক্লার্ক হ্যামস্ট্রিংয়ের চোট পেয়ে সিরিজ থেকে ছিটকে যাওয়ার পর গাব্বায়অস্ট্রেলিয়ার অধিনায়কত্বের দায়িত্ব পেয়েছিলেন স্মিথ। নির্বাচকরা তাঁর উপর ভরসা করে যে ভুল করেননি,তা ইতিমধ্যেই বুঝিয়ে দিয়েছেন তরুণ এই অধিনায়ক। প্রথম তিনটে টেস্টেই ৫৫০ উপর রান করা হয়ে গেছে স্মিথের।
অ্যাডিলেড
১৬২ নট আউট
৫২ নট আউট
ব্রিসবেন
১৩৩
২৮
মেলবোর্ন
১৯২
শনিবার মেলবোর্নে মাত্র আট রানের জন্য ২৫ বছর বয়সে কনিষ্ঠতম অস্ট্রেলীয় অধিনায়ক হিসাবে টেস্টে দ্বিশতরান করার নজির হাতছাড়া করেন স্টিভ স্মিথ।
স্মিথের সৌজন্যে প্রথম ইনিংসে ৫৩০ রানের ম্যামথ স্কোর খাড়া করল অসি বাহিনী।
জবাবে খেলতে নেমে এক উইকেট হারিয়ে ভারতের স্কোর ১০৮। ৫৫ রানে অপরাজিত মুরলী বিজয়। চেতেশ্বর পূজারা আছেন ২৫ রানে।