'পুঁচকে' নেপালের কাছে দুরমুশ 'শক্তিশালী' আমেরিকা, লজ্জার রেকর্ড

নেপালের কীর্তিপুরে আইসিসি বিশ্বকাপ লিগ-২ এর ম্যাচে প্রথমে ব্যাটিং করে আমেরিকা। ১২ ওভারে তারা মাত্র ৩৫ রানে অলআউট হয়ে যায়। 

Updated By: Feb 12, 2020, 01:50 PM IST
'পুঁচকে' নেপালের কাছে দুরমুশ 'শক্তিশালী' আমেরিকা, লজ্জার রেকর্ড

নিজস্ব প্রতিবেদন : ২০১৭ সালের ২৬ ফেব্রুয়ারি হারারেতে আফগানিস্তানের বিপক্ষে ৮৩ বলে গুটিয়ে গিয়েছিল জিম্বাবোয়ে। এদিন আমেরিকার ইনিংস গড়াল মাত্র ৭২ বল। ২০০৪ সালে হারারেতে জিম্বাবোয়েকে ৩৫ রানে গুটিয়ে দিয়েছিল শ্রীলঙ্কা। এবার সেই রেকর্ডে নাম জুড়ল ট্রাম্পের দেশের। পুঁচকে নেপালের বিরুদ্ধে ৩৫ রানে শেষ হয়ে গেল আমেরিকার ইনিংস। ৫০ ওভারের ম্যাচ। কিন্তু দুই দল মিলে খেলল মাত্র ১৭.২ ওভার। ৭১ রানে পড়ল ১২ উইকেট।

নেপালের কীর্তিপুরে আইসিসি বিশ্বকাপ লিগ-২ এর ম্যাচে প্রথমে ব্যাটিং করে আমেরিকা। ১২ ওভারে তারা মাত্র ৩৫ রানে অলআউট হয়ে যায়। ৫.২ ওভারে দুই উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় নেপাল। আন্তর্জাতিক ওয়ানডেতে সর্বনিম্ন রানের রেকর্ড গড় আমেরিকা। বিশ্বের একাধিক ফ্র্যাঞ্চাইজি লিগে খেলা নেপালের স্পিনার সন্দীপ লামিচানে এদিন ভেলকি দেখালেন। ৬ ওভারে মাত্র ১৬ রান দিয়ে ৬ উইকেট নিয়েছেন লামিচানে। নেপালের ওয়ানডে ইতিহাসে এটাই কোনও বোলারের এখনও পর্যন্ত সেরা বোলিংয়ের রেকর্ড। 

আরও পড়ুন-  লুকিয়ে বিমান বন্দর ছাড়লেন সিনিয়ররা! জুনিয়র দল বিশ্বকাপ জিতে দেশে ফিরছে আজ

নেপালের আরেক স্পিনার সুশান বারি ৫ রানে নিয়েছেন ৪টি উইকেট। জবাবে ব্যাটিং করতে নেমে মাত্র দুরানে প্ররথম উইকেট হারিয়েছিল নেপাল। পরশ খাড়কা ১২ বলে ২০ ও দীপেন্দ্র আইরি ১১ বলে ১৫ রান করে দলকে জিতিয়ে দেন। 

ওয়ানডে ইতিহাসে সর্বনিম্ন দলীয় সংগ্রহ
১. যুক্তরাষ্ট্র - ৩৫ বনাম নেপাল, ২০২০
২. জিম্বাবোয়ে - ৩৫ বনাম শ্রীলঙ্কা, ২০০৪
৩. কানাডা - ৩৬ বনাম শ্রীলঙ্কা, ২০০৩
৪. জিম্বাবোয়ে - ৩৮ বনাম শ্রীলঙ্কা, ২০০১
৫. শ্রীলঙ্কা - ৪৩ বনাম দক্ষিণ আফ্রিকা, ২০১২

.