নিজস্ব প্রতিবেদন- এডিথ নরম্যান-এর কথা মনে আছে? ভুলে গিয়েছেন বোধ হয়। ভারত-অস্ট্রেলিয়া একদিনের সিরিজের তৃতীয় ম্যাচের আগে তিনি মাঠে এসে ঠাঁয় দাঁড়িয়েছিলেন। ৮৭ বছর বয়স তাঁর। ধোনির অন্ধ ভক্ত। প্র্যাকটিসের সময় ধোনিকে একবার সামনে থেকে দেখার ইচ্ছে ছিল তাঁর। মেঘ না চাইতেই জল পেলেন। ধোনি তাঁকে ডেকে নিলেন। গল্প করলেন। তার পর এডিথকে পাশে বসিয়ে হাসিমুখে ছবি তুললেন বিশ্বজয়ী অধিনায়ক। এডিথ নরম্যানের সেই ছবি ইন্টারনেটে ছড়িয়ে পড়েছিল। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

স্থান, কাল, পাত্র বদলে গেল এবার। তবে ছবি ও পরিস্থিতি প্রায় সমান রইল। এডিথ নরম্যানের বদলে এবার যিনি ধোনির টানে ছুটে এলেন, তিনিও বৃদ্ধা। এডিথের মতোই তিনিও ধোনির অন্ধ ভক্ত। আর ধোনি এবারও এই ভক্তকে ফেরালেন না। আইপিএলে চেন্নাই বনাম মুম্বই ম্যাচে এক বৃদ্ধা মাঠে এসেছিলেন হাতে প্ল্যাকার্ড নিয়ে। তাতে লেখা ছিল, শুধুমাত্র ধোনির জন্য আমি এখানে। ধোনির সঙ্গে দেখা করার জন্য সেই বৃদ্ধা ড্রেসিংরুমের নিচে এসে প্ল্যাকার্ড হাতে দাঁড়িয়েছিলেন। ধোনি তাঁকে হতাশ করলেন না। সটান চলে এলেন নিচে। তার পর সেই বৃদ্ধার সঙ্গে বেশ কিছুক্ষণ কথা বললেন। সেলফি তুললেন।