টেনিস র‌্যাঙ্কিংয়ের সিংহাসনে মারে

অবশেষে শীর্ষস্থানে অ্যান্ডি মারে। রজার ফেডেরার, রাফায়েল নাদাল, নোভাক জকোভিচের পর দীর্ঘদিন পর এটিপি র‌্যাঙ্কিংয়ের এক নম্বরে পরিবর্তন হল। ১২২ সপ্তাহ পর জকোভিচকে সরিয়ে এক নম্বরে উঠে এলেন স্কটিশ মারে। প্যারিস মাস্টার্স শুরুর আগেই বোঝা গিয়েছিল মারের কাছে দারুণ একটা সুযোগ এসেছে।

Updated By: Nov 6, 2016, 10:23 AM IST
টেনিস র‌্যাঙ্কিংয়ের সিংহাসনে মারে

ওয়েব ডেস্ক: অবশেষে শীর্ষস্থানে অ্যান্ডি মারে। রজার ফেডেরার, রাফায়েল নাদাল, নোভাক জকোভিচের পর দীর্ঘদিন পর এটিপি র‌্যাঙ্কিংয়ের এক নম্বরে পরিবর্তন হল। ১২২ সপ্তাহ পর জকোভিচকে সরিয়ে এক নম্বরে উঠে এলেন স্কটিশ মারে। প্যারিস মাস্টার্স শুরুর আগেই বোঝা গিয়েছিল মারের কাছে দারুণ একটা সুযোগ এসেছে।

আরও পড়ুন- জন্মদিনে বিরাটের হোটেলর ঘর কেমন সাজালেন অনুষ্কা শর্মা?

জকোভিচ যদি এই টুর্নামেন্টের ফাইনালে উঠতে না পারেন, আর মারে যদি খেতাবি লড়াইয়ে উঠে যান তাহলেই এটিপি র‌্যাঙ্কিংয়ে শীর্ষে উঠে যাবেন স্কটিশ তারকা। সেটাই হল। কোয়ার্টার ফাইনালে চিলিচের কাছে হেরে বিদায় নেন জকোভিচ। অন্যদিকে, মিলস রাওনিচের বিরুদ্ধে ওয়াকওভার পেয়ে ফাইনালে ওঠেন মারে।

আরও পড়ুন- ১৫ বছর আগে আজকের দিনে সেওয়াগ কী করেছিলেন, জানেন?

চলতি বছর তিনটি গ্র্যান্ডস্লামের ফাইনালে ওঠেন মারে। চ্যাম্পিয়ন হয়েছেন উইম্বলডনে। রিও অলিম্পিকে জেতেন সোনা। ৭টি ট্যুর খেতাব।
 

.