জি ২৪ ঘন্টা ডিজিটাল ব্যুরো: গোয়ার (Goa) হয়ে ঘরোয়া ক্রিকেট (BCCI Domestic) ও আইপিএল-এর (IPL 2023) মঞ্চে মুম্বই ইন্ডিয়ান্সের (Mumbai Indians) জার্সি গায়ে চাপিয়ে ভালো পারফরম্যান্সের সুফল। এবার বিসিসিআই-এর (BCCI) নজরে পড়লেন তরুণ অর্জুন তেন্ডুলকর (Arjun Tendulkar)। সচিন তেন্ডুলকরের (Sachin Tendulkar) ছেলেকে বেঙ্গালুরুতে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে (National Cricket Academy) ডেকে পাঠাল বিসিসিআই। তবে অর্জুন একা নন, তাঁর মতো মোট ২০ জন তরুণ এবং প্রতিভাবান ক্রিকেটারকে ডেকে পাঠিয়েছেন এনসিএ-এর (NCA) ডিরেক্টর ভিভিএস লক্ষ্মণ (VVS Laxman)। ভবিষ্যতে টিম ইন্ডিয়ার (Team India) রিজার্ভ বেঞ্চ তৈরি করাই লক্ষ্য। আর তাই অর্জুনে মতো আরও কয়েকজন অলরাউন্ডারকে ডেকে পাঠানো হয়েছে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আসলে ভারতীয় বোর্ড আগামী দিনের জন্য সেইসব প্রতিভাবান অলরাউন্ডারদের বাজিয়ে দেখে নিতে চাইছে, যাদের মধ্যে দ্রুত প্রথম সারিতে উঠে আসার সম্ভাবনা আছে। তেমন ২০ জন তারকাকে এনসিতে ডেকেছে বোর্ড। এদের মধ্যে অর্জুনের পাশাপাশি রয়েছেন কেকেআর পেসার হর্ষিত রানা, সানরাইজার্স হায়দরাবাদের অভিষেক শর্মা, সৌরাষ্ট্রের পেসার চেতন সাকারিয়া। বোর্ড চাইছে এই প্রতিভাবান ক্রিকেটারদের তিন সপ্তাহ এনসিএ-তে রেখে প্রশিক্ষণ দিতে। যাতে তাঁদের প্রতিভার উন্নয়ন হয়। পুরো ব্যাপারটাই ভিভিএস লক্ষ্মণের মস্তিষ্কপ্রসূত।


আরও পড়ুন: Lionel Messi: বেজিংয়ে পুলিসের হাতে আটক হয়ে কোন অদ্ভুত প্রশ্ন করলেন মেসি? জেনে নিন


আরও পড়ুন: Wrestlers Protest VS Brij Bhushan: পিছিয়ে গেল নির্বাচন, লড়তে পারবেন না অভিযুক্ত ব্রিজভূষণ


শুধু প্রশিক্ষণ নয়, এই শিবিরে ডাক পাওয়া ক্রিকেটারদের জন্য দ্রুত খুলে যেতে পারে বয়সভিত্তিক জাতীয় দলের দরজাও। আসলে সামনেই অনূর্ধ্ব-২৩ এশিয়া কাপ। সেকারণেই প্রতিভাবান তরুণ ক্রিকেটারদের ডাকা হচ্ছে। বোর্ডের এক কর্তা বলছেন, এদের মধ্যে কয়েকজনকে অনূর্ধ্ব-২৩ জাতীয় দলে ডাকার পরিকল্পনা আছে ভিভিএস লক্ষ্মণের। অর্থাৎ অর্জুনের জন্য বয়সভিত্তিক জাতীয় দলের হয়ে বাইশ গজের যুদ্ধে নেমে পড়া সময়ের অপেক্ষা। 


২০১৮ সালে ভারতের অনূর্ধ্ব-১৯ দলে সুযোগ পেয়েছিলেন অর্জুন। খেলেছিলেন দুটি বেসরকারি টেস্ট। তবে মুম্বই ইন্ডিয়ান্স দলে থাকলেও নিয়মিত সুযোগ মেলেনি। কয়েকটি ম্যাচ খেলে বিশেষ নজর না কাড়লেও খুব খারাপও পারফর্ম করেননি। এর আগে ২০২০-২১ সালে সইদ মুস্তাক আলি ট্রফিতে দুটি ম্যাচে খেলার সুযোগ পেলেও বাকি সময় থাকতে হয়েছিল দলের বাইরে। তাই এবছরের আগস্টেই মুম্বই ছেড়ে গোয়ার হয়ে খেলার সিদ্ধান্ত নেন অর্জুন। এবার জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে ডাক পেলেন তিনি। 



(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)