I LEAGUE 2019-20: মোহনবাগানের বিরুদ্ধে সুভাষ ভৌমিকের টিপস নিয়ে নামবে অ্যারোজ ফুটবলাররা
এই মুহুর্তে ফেডারেশনের দলটির দায়িত্বে ভেঙ্কটেশ। সহকারির দায়িত্বে রয়েছেন মহেশ গাউলি।
![I LEAGUE 2019-20: মোহনবাগানের বিরুদ্ধে সুভাষ ভৌমিকের টিপস নিয়ে নামবে অ্যারোজ ফুটবলাররা I LEAGUE 2019-20: মোহনবাগানের বিরুদ্ধে সুভাষ ভৌমিকের টিপস নিয়ে নামবে অ্যারোজ ফুটবলাররা](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2020/01/07/227545-9.jpg)
নিজস্ব প্রতিবেদন : মোহনবাগানের বিরুদ্ধে সুভাষ ভৌমিকের টিপস নিয়ে আই লিগের ম্যাচে নামতে চলেছে ইন্ডিয়ান অ্যারোজের তরুণ ফুটবলাররা। বৃহস্পতিবার মোহনবাগানের মুখোমুখি হতে চলেছে অ্যারোজ।
এই মুহুর্তে ফেডারেশনের দলটির দায়িত্বে ভেঙ্কটেশ। সহকারির দায়িত্বে রয়েছেন মহেশ গাউলি। কলকাতায় আই লিগের গুরুত্বপূর্ণ ম্যাচ খেলতে আসার আগে সুভাষ ভৌমিককে ফোন করেন অ্যারোজের দুই কোচ। বর্ষীয়ান কোচকে অ্যারোজের অনুশীলনে থেকে তরুণ ফুটবলারদের টিপস দেওয়ার জন্য অনুরোধ করেন ভেঙ্কটেশ আর গাউলি। পুরনো ছাত্রদের অনুরোধ ফেলতে পারেননি সুভাষ।
বর্ষীয়ান কোচের পাশাপাশি অ্যারোজের অনুশীলনে আসার জন্য আমন্ত্রন জানানো হয়েছে ভেঙ্কটেশদের প্রাক্তন সতীর্থ দীপক মন্ডলকেও। ইতিমধ্যেই গোয়ায় চার্চিল ব্রাদার্সকে হারিয়ে চমক দিয়েছে অ্যারোজ। ফেডারেশনের দলটির কাছে আটকে যেতে হয়েছে নেরোকাকেও। এবার লিগ শীর্ষে থাকা মোহনবাগানকে আটকাতেও মরিয়া ইন্ডিয়ান অ্যারোজের তরুণ ফুটবলাররা।