পাকিস্তান ম্যাচ দেখতে কলকাতায় আরশি, ভিডিওতে 'চুমু' আফ্রিদিকে, জুড়লেন মোদীকেও

Updated By: Mar 14, 2016, 01:46 PM IST
পাকিস্তান ম্যাচ দেখতে কলকাতায় আরশি, ভিডিওতে 'চুমু' আফ্রিদিকে, জুড়লেন মোদীকেও

ওয়েব ডেস্ক: ২২ গজে পারদ চরার আগেই, দাবানল। আফ্রিদির ছক্কা কলকাতা থেকে করাচি পৌঁছানোর আগেই আরশির ইয়র্কার। 'আরশি বদনাম হুই, আফ্রিদি তেরে লিয়ে', আফ্রিদির দিওয়ানি আরশি খান বুম বুম আফ্রিদিকে শুভেচ্ছা জানালেন 'ফ্লাইং কিস' দিয়ে। আর তার সঙ্গে টুইট বার্তায় লিখলেন, "আচ্ছে দিন আ গ্যায়ে"।

এর আগে, ২০১৫-এর ৮ সেপ্টেম্বর আরশির বিস্ফোরক টুইটে তোলপাড় হয়েছিল গোটা দুনিয়া। জানিয়েছিলেন, "আফ্রিদির সঙ্গে সেক্স করেছেন"। এরপর আফ্রিদিকে বিয়ের প্রস্তাবও দেন আরশি খান। এবিষয়ে বরাবরই 'স্পিকটি নট' থেকেছেন বুম বুম আফ্রিদি।

ভারতে পাকিস্তানের আসা নিয়ে সমস্ত ধোঁয়াশা কাটিয়ে ক্রিকেটের নন্দন কাননে পাকিস্তান। কলকাতার শোরগোল করাচির হৃদপিণ্ডে কনসার্ট করছে, "জিনা জিনা"। পাকিস্তান দলেও 'অমন ওউর শান্তি'র বারতাবরণ। ভারতের উষ্ণ ভালোবাসা পেয়ে আফ্রিদির মুখেও বসন্ত বিলাপ, "ভারতের মত ভালবাসা পাকিস্তানেও পাননি"। পটাকা ফাটছিলই, এবার তো দ্রুম দ্রাম। বুম বুমকে ভালোবাসার বোমা আর সুষমা স্বরাজ ও মোদীকে আরশি খানের শুভেচ্ছা।

.