India vs England 2021: আগুনে Ashwin! ৭ উইকেট নিয়ে ঝলসালেন কাউন্টি ম্যাচে

দ্বিতীয় ইনিংসে অশ্বিন জাত চিনিয়ে দেন।

Updated By: Jul 14, 2021, 09:07 PM IST
India vs England 2021: আগুনে Ashwin! ৭ উইকেট নিয়ে ঝলসালেন কাউন্টি ম্যাচে

নিজস্ব প্রতিবেদন: অগাস্টে ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলবে ভারত (India vs England 2021) । তার আগে আগুনে ফর্মে আছেন ভারতীয় দলের এক নম্বর স্পিনার আর অশ্বিন (Ravichandran Ashwin)। কাউন্টি ক্রিকেটে ৭ উইকেট তুলে নিয়ে ঝলসালেন চেন্নাইয়ের অভিজ্ঞ ক্রিকেটার। সমারসেটের বিরুদ্ধে সারের হয়ে খেলছেন অশ্বিন। প্রথম ইনিংসে ৪৩ ওভার বল করে মাত্র একটি উইকেট নেওয়ায় অশ্বিনকে নিয়ে সমালোচনা হয়েছিল।

আরও পড়ুন: England vs Pakistan: ভারতের এখন দু'টো টিম, আমাদের একটা দলই ধুঁকছে: Saeed Ajmal

দ্বিতীয় ইনিংসে অশ্বিন নিজের জাত চিনিয়ে দেন। ১৬ ওভার বল করে চারটি মেডেন দিয়ে ২৭ রানের বিনিময়ে অশ্বিন তুলে নেন আরও হাফ ডজন উইকেট। অশ্বিনের দাপুটে বোলিংয় সমারসেট দ্বিতীয় ইনিংসে ৬৯ রানে গুটিয়ে যায় ঠিকই। কিন্তু প্রথম ইনিংসে তারা ৪২৯ রান তুলেছিল। অশ্বিনের টিমকে জিততে গেলে ২৫৯ রান তুলতে হবে। যা রীতিমতো কঠিন। আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের পর একমাত্র অশ্বিনই পুরোদমে ক্রিকেট খেলে নিজেকে ঝালিয়ে নিচ্ছেন। 

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)