আসন্ন আইএসএলে অ্যাটলেটিকো দি কলকাতার হোম গ্রাউন্ড হচ্ছে রবীন্দ্র সরোবর স্টেডিয়াম

আসন্ন আইএসএলে অ্যাটলেটিকো দি কলকাতার হোম গ্রাউন্ড হতে চলেছে রবীন্দ্র সরোবর স্টেডিয়াম। যুব বিশ্বকাপের জন্য সংস্কারের কাজ চলছে যুবভারতী ক্রীড়াঙ্গনে। তাই পাওয়া যাবে না সল্টলেক স্টেডিয়াম। এটিকে কর্তাদের বিকল্প হিসাবে ছিল মোহনবাগান মাঠ আর রবীন্দ্র সরোবর। সবদিক বিবেচনা করে শেষপর্যন্ত রবীন্দ্র সরোবরকেই হিউমদের হোম গ্রাউন্ড হিসাবে বেছে নেওয়া হল।

Updated By: Aug 21, 2016, 10:42 PM IST
আসন্ন আইএসএলে অ্যাটলেটিকো দি কলকাতার হোম গ্রাউন্ড হচ্ছে রবীন্দ্র সরোবর স্টেডিয়াম

ওয়েব ডেস্ক: আসন্ন আইএসএলে অ্যাটলেটিকো দি কলকাতার হোম গ্রাউন্ড হতে চলেছে রবীন্দ্র সরোবর স্টেডিয়াম। যুব বিশ্বকাপের জন্য সংস্কারের কাজ চলছে যুবভারতী ক্রীড়াঙ্গনে। তাই পাওয়া যাবে না সল্টলেক স্টেডিয়াম। এটিকে কর্তাদের বিকল্প হিসাবে ছিল মোহনবাগান মাঠ আর রবীন্দ্র সরোবর। সবদিক বিবেচনা করে শেষপর্যন্ত রবীন্দ্র সরোবরকেই হিউমদের হোম গ্রাউন্ড হিসাবে বেছে নেওয়া হল।

আরও পড়ুন অলিম্পিকের জন্যই আজ চোখের কোণে জল চিকচিক

আপাতত যুদ্ধকালীন পরিস্থিতিতে স্টেডিয়াম সাজানোর কাজ চলছে। বসানো হচ্ছে ফ্লাডলাইট। বাইশ হাজার আসন বিশিষ্ট এই স্টেডিয়ামে এটিকে তাদের প্রথম হোম ম্যাচ খেলবে দোসরা অক্টোবর। সেদিন চেন্নাইয়ান এফ সি-র মুখোমুখি হবেন হিউমরা।

আরও পড়ুন  দুর্দান্ত রেকর্ড করলেন অসি পেসার মিচেল স্টার্ক

 

.