ATK Mohun Bagan, ISL 2022-23 : দিশাহীন ফুটবল! ফ্লাডলাইট বন্ধ হয়ে যাওয়া যুবভারতীর মতোই হেরে অন্ধকারে ডুবল এটিকে মোহনবাগান

ATK Mohun Bagan, ISL 2022-23 : ঢাক-ঢোল পিটিয়ে গঙ্গাপারের ক্লাবে সই করানো হয়েছিল পোগবার দাদা ফোরেন্টিন পোগবাকে। কিন্তু দেখা গেল, তারকা ডিফেন্ডারকে এদিন প্রথম একাদশেই রাখা হল না। বেঞ্চে রাখা হয়েছিল লেনি রডরিগেজ, লিস্টন কোলাসোদেরও।   

Reported By: সব্যসাচী বাগচী | Updated By: Oct 10, 2022, 10:02 PM IST
ATK Mohun Bagan, ISL 2022-23 : দিশাহীন ফুটবল! ফ্লাডলাইট বন্ধ হয়ে যাওয়া যুবভারতীর মতোই হেরে অন্ধকারে ডুবল এটিকে মোহনবাগান
মনবীরের গোলেও লাভ হল না। হেরে মাঠ ছাড়ল এটিকে মোহনবাগান। ছবি: আইএসএল

এটিকে মোহনবাগান: ১ (মনবীর)
চেন্নাইয়িন এফসি: ২ (ক্যারিক্যারি-পেনাল্টি, রহিম)

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বাতিস্তম্ভ বন্ধ হয়ে যাওয়া যুবভারতী ক্রীড়াঙ্গনের মতোই একরাশ লজ্জা 'উপহার' দিল এটিকে মোহনবাগান। খেলার প্রথমার্ধে দাপট দেখালেও দ্বিতীয়ার্ধে জঘন্য রক্ষণের জন্য আইএসএল-এর উদ্বোধনী ম্যাচেই চেন্নাইয়ন এফসি-র কাছে ১-২ ব্যবধানে হেরে গেল সবুজ-মেরুন। চিরপ্রতিদ্বন্দী ইস্টবেঙ্গল এফসি-র মতোই হার দিয়ে শুরু করল জুয়ান ফেরান্দোর দল। মনবীর সিংয়ের গোলে এগিয়ে গেলেও লাভ হল না। ক্যাওয়ামে ক্যারিক্যারি ও বাংলার রহিম আলির গোলে তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ল দক্ষিণ ভারতের দল। 

রয় কৃষ্ণা, ডেভিড উইলিয়ামসের অভাব সেই মরসুমের শুরু থেকে বোঝা যাচ্ছে। এবার রক্ষণের দুর্বলতা, গোলকিপারের ত্রুটি ঢাকা পড়ল কই! তাই তো এগিয়ে গিয়েও চেন্নাইয়িন এফসির কাছে পরাস্ত হল জুয়ান ফেরান্দোর দল। ফলে জয় দিয়ে টুর্নামেন্ট শুরুর স্বপ্ন অধরাই রয়ে গেল সবুজ-মেরুন ব্রিগেডের। এমন নির্বিষ পারফরম্যান্সের জন্য ফেরান্দোর বিদায় ঘটে গেলে অবাক হওয়ার কিছুই থাকবে না।  

ঢাক-ঢোল পিটিয়ে গঙ্গাপারের ক্লাবে সই করানো হয়েছিল পোগবার দাদা ফোরেন্টিন পোগবাকে। কিন্তু দেখা গেল, তারকা ডিফেন্ডারকে এদিন প্রথম একাদশেই রাখা হল না। বেঞ্চে রাখা হয়েছিল লেনি রডরিগেজ, লিস্টন কোলাসোদেরও। 

ডুরান্ড কাপ, এএফসি কাপের পরে এবার আইএসএল। জুয়ান ফেরান্দোর আমলে এটিকে মোহনবাগানের পুরনো রোগ আর ছাড়ল না। কোনও ম্যাচে গোল করার লোক নেই। আবার কোনও ম্যাচে গোল এলেও, সেই ব্যবধান আগলে রাখার মতো জমাট রক্ষণ পাওয়া যাচ্ছে না। যেমনটা দেখা গেল সোমবারের যুবভারতী ক্রীড়াঙ্গনে। প্রথমার্ধ দাপটের সঙ্গে খেলে সবুজ-মেরুন এগিয়ে গেলেও, দ্বিতীয়ার্ধ পুরোটাই চেন্নাইয়নের। অ্যাওয়ে ম্যাচে এসে দক্ষিণ ভারতের দল শুধু গোল শোধই করেনি, একেবারে দাপট দেখাল জার্মান কোচ থমাস ব্রাডারিচের দল।  

পড়ুন, বাঙালির প্রাণের উৎসবে আমার 'e' উৎসব। Zee ২৪ ঘণ্টা ডিজিটাল শারদসংখ্যা

২৬ মিনিটে এগিয়ে যায় এটিকে মোহনবাগান। মাথা ঠান্ডা রেখে চেন্নাইয়িনের জালে বল জড়িয়ে দিলেন মনবীর সিং। চেন্নাইয়িনের আক্রমণ থেকে কাউন্টার অ্যাটাকে ওঠে ফেরান্দোর দল। কয়েকটি পাসে চেন্নাইয়িনের ডিফেন্স ভেঙে দেয় তিনি। হুগোকে পাস দেন আশিস রাই। দিমিত্রসকে পাস দেন হুগো। দিমিত্রস মনবীরের উদ্দেশ্যে বল দেন। বক্সের মাঝখান থেকে দেবজিতের বাঁ-দিক দিয়ে বাঁ-পায়ে শট মনবীরের। জালের ডানদিকের কোণে বল জড়িয়ে গেল।

যদিও এরপর বাকিটা সময় শুধুই চেন্নাইয়নের। দ্বিতীয়ার্ধ শুরু হতেই ফের একরাশ লজ্জা 'উপহার' দিল। খেলার বয়স তখন ৫৩ মিনিট। আবারও লজ্জা যুবভারতী ক্রীড়াঙ্গনের। নিভে গেল একদিকের স্তম্ভের বাকি। এরপর ১০ মিনিট খেলা আপাতত বন্ধ ছিল। 

ব্যস, যুবভারতীর বাতি নিভে যাওয়ার মতো ম্যাচ থেকেও যেন নিভে গেল সবুজ-মেরুন। ৬৩ মিনিটে সমতা ফেরায় চেন্নাইয়ন। গোলকিপার বিশাল কেইথের ফাউলের মাশুল গুনল এটিকে মোহনবাগান। এটিকে মোহনবাগান ১-১ চেন্নাইয়িন। তবে এটিকে মোহনবাগানের রক্ষণ দাঁড়িয়ে যাওয়ায় তাঁর কিছু করার ছিল না বলে যুক্তি দেখাতেই পারেন বিশাল। তবে সেই ফাউলের পর পেনাল্টি থেকে গোল করে যান ঘানা থেকে আসা স্ট্রাইকার ক্যাওয়ামে ক্যারিক্যারি। 

আরও পড়ুন: Virat Kohli: 'কিং কোহলি' থেকে 'মাস্টার ব্লাস্টার', কোন কিংবদন্তিরা রেস্তোরাঁর মালিক? ছবিতে দেখু

আরও পড়ুন: Ishan Kishan, IND vs SA: শতরান হাতছাড়া হলেও 'ঘরের ছেলে'-কে ঈশানকে বরণ করে নিল রাঁচি, ভিডিয়ো ভাইরাল

৬৮ মিনিটে জোড়া পরিবর্তন করেন স্প্যানিশ কোচ ফেরান্দো। মাঠে আসেন কার্ল ম্যাকহিউ এবং লিস্টন কোলাসো। দিমিত্রের পরিবর্তে মাঠে নামেন ম্যাকহিউ। আশিস রাইয়ের পরিবর্তে আসেন লিস্টন। তবে লাভ হয়নি। গোল করার লোকের অভাব এবং জঘন্য রক্ষণের জন্য ফের গোল হজম করল সবুজ-মেরুন। 

এটিকে মোহনবাগানের রক্ষণ যেন ঘুমিয়ে গেল। ৮৩ মিনিটে দুর্দান্তভাবে কাট করে বক্সের বাইরে থেকে ক্যারিক্যারির দারুণ পাস। এটিকে মোহনবাগানের ডিফেন্ডাররা যুবভারতীতে নন, যেন ইকো পার্কে বেড়াতে গিয়েছিলেন! বিনা মার্কিংয়ে রহিম আলি ঝাঁপিয়ে পড়লেন। দুর্দান্ত ফিনিশ রহিমের। ডান পায়ে দ্বিতীয় পোস্টের একেবারে কোণে বল রাখেন। ফলে ২-১ ব্যবধানে এগিয়ে যায় চেন্নাই। 

এরপর বেশ কয়েকবার ফিরে আসার চেষ্টা করলেও লাভ হল না। চলতি ফুটবল মরসুমের শুরু থেকে সবুজ-মেরুনের আক্রমণ ও রক্ষণ নিয়ে প্রশ্ন উঠছিল। কেন ফেরান্দোর দল বিপক্ষের সঙ্গে পাল্লা দিতে পারছে না, সেটা এদিনের ম্যাচে ফের বোঝা গেল। 

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.