দর্শক টানতে যুবভারতীতে টিকিটের দাম কমাল অ্যাটলেটিকো

যুবভারতীতে দর্শক টানতে টিকিটের দাম কমিয়ে দিল অ্যাটলেটিকো দি কলকাতা। দিল্লির বিরুদ্ধে ম্যাচে টিকিটের দামে তিরিশ শতাংশ ছাড় দিচ্ছে সৌরভের দল। ফলে ন্যুনতম টিকিটের দাম ২০০ টাকা থেকে কমে হচ্ছে ১৪০ টাকা। উদ্বোধনী ম্যাচে ৬৮ হাজারের যুবভারতী প্রায় ভরে গিয়েছিল। তবে অ্যাটলেটিকোর অন্যতম কর্ণধার উত্‍সব পারেখ মানছেন যে প্রথম ম্যাচে জিতলেও সেলিব্রেটি ছাড়া রবিবার দিল্লির বিরুদ্ধে ম্যাচে যুবভারতী ভরা বেশ কঠিন। তাই টিকিটের দামে এতটা ছাড় দেওয়া হল। দিল্লির দলে যেহতু দেল পিয়েরোর মত তারকা আছেন,তাই ইতালীয় তারকার টানেও দর্শকরা মাঠ ভরাবেন বলে আশা অ্যাটলেটিকো কর্তাদের।

Updated By: Oct 15, 2014, 03:33 PM IST
দর্শক টানতে যুবভারতীতে টিকিটের দাম কমাল অ্যাটলেটিকো

ওয়েব ডেস্ক: যুবভারতীতে দর্শক টানতে টিকিটের দাম কমিয়ে দিল অ্যাটলেটিকো দি কলকাতা। দিল্লির বিরুদ্ধে ম্যাচে টিকিটের দামে তিরিশ শতাংশ ছাড় দিচ্ছে সৌরভের দল। ফলে ন্যুনতম টিকিটের দাম ২০০ টাকা থেকে কমে হচ্ছে ১৪০ টাকা। উদ্বোধনী ম্যাচে ৬৮ হাজারের যুবভারতী প্রায় ভরে গিয়েছিল। তবে অ্যাটলেটিকোর অন্যতম কর্ণধার উত্‍সব পারেখ মানছেন যে প্রথম ম্যাচে জিতলেও সেলিব্রেটি ছাড়া রবিবার দিল্লির বিরুদ্ধে ম্যাচে যুবভারতী ভরা বেশ কঠিন। তাই টিকিটের দামে এতটা ছাড় দেওয়া হল। দিল্লির দলে যেহতু দেল পিয়েরোর মত তারকা আছেন,তাই ইতালীয় তারকার টানেও দর্শকরা মাঠ ভরাবেন বলে আশা অ্যাটলেটিকো কর্তাদের।

বৃহস্পতিবার আইএসএলে সৌরভের দলের প্রথম অ্যাওয়ে ম্যাচ। গুয়াহাটিতে অ্যাটলেটিকোর প্রতিপক্ষ জনের নর্থ ইস্ট ইউনাইটেড। অ্যাটলেটিকোর মতই জয় দিয়ে আইএসএল অভিযান শুরু করেছেন ক্যাপডেভিয়ারা। প্রথম ম্যাচে তারা হারিয়েছেন শক্তিশালী কেরল ব্লাস্টার্সকে। এই পরিস্থিতিতে অ্যাওয়ে ম্যাচে নর্থ ইস্ট ইউনাইটেড যে যথেষ্ট শক্তিশালী প্রতিপক্ষ হতে চলেছে,তা মানছেন কলকাতা দলের ফুটবলাররা। তবে গুরুত্বপূর্ণ অ্যাওয়ে ম্যাচের আগে প্রতিপক্ষকে নিয়ে না ভেবে নিজেদের নিয়েই ভাবতে চান অর্ণব মন্ডলরা।

টিভিতে নর্থ ইস্ট ইউনাইটেডের ম্যাচ দেখেছেন অ্যাটলেটিকোর ফুটবলার-রা। মাঠে বসে সচিন আর জনের দলের খেলা দেখে এসেছেন ব্যারেটোও। সেই মতই নর্থ ইস্ট বধের বধের স্ট্র্যাটেজি তৈরি করছেন অ্যাটলেটিকো কোচ হাবাস।

.