আর্সেনালকে হারিয়ে ইউরোপা লিগ ফাইনালে অ্যাটলেটিকো মাদ্রিদ

২২ বছর পর আর্সেনাল ছাড়ছেন আর্সেন ওয়েঙ্গার। দীর্ঘ কার্যকালে গানারদের ইউরোপিয় খেতাব জেতাতে পারেননি ফরাসি কোচ।

Updated By: May 4, 2018, 03:39 PM IST
আর্সেনালকে হারিয়ে ইউরোপা লিগ ফাইনালে অ্যাটলেটিকো মাদ্রিদ

নিজস্ব প্রতিবেদন :  বিদায় বেলায় ইউরোপা লিগ জয়ের খেতাবও হাতছাড়া হল আর্সেন ওয়েঙ্গারের। আর্সেনালকে হারিয়ে ফাইনালে উঠল অ্যাটলেটিকো মাদ্রিদ। ফাইনালে অ্যাটলেটিকোর প্রতিপক্ষ মার্সেই।

আরও পড়ুন- হিসার ম্যারাথনের সূচনা করলেন রাজ্যসভার সাংসদ ড. সুভাষ চন্দ্র

ইউরোপা লিগের সেমিফাইনালের প্রথম লেগে ঘরের মাঠে অ্যালেটিকোর সঙ্গে ১-১ গোলে ড্র করেছিল আর্সেনাল। বৃহস্পতিবার ফিরতি লেগে দিয়েগো কোস্তার গোলে জয় ছিনিয়ে নেয় অ্যাটলেটিকো। দুই লেগ মিলিয়ে ২-১ ব্যবধানে জিতে ইউরোপা লিগের ফাইনালে চলে গেল দিয়েগো সিমিওনের দল। ২২ বছর পর আর্সেনাল ছাড়ছেন আর্সেন ওয়েঙ্গার। দীর্ঘ কার্যকালে গানারদের ইউরোপিয় খেতাব জেতাতে পারেননি ফরাসি কোচ।

অন্য সেমিফাইনালের দ্বিতীয় লেগে  সলসবার্গ ২-১ গোলে অলিম্পিক মার্সেইকে হারালেও, দুই লেগ মিলিয়ে ৩-২ গোলে জিতে ইউরোপা লিগের ফাইনালে উঠে গেল মার্সেই। ১৬ মে লিঅঁতে ইউরোপা লিগের ফাইনালে মার্সেইয়ের মুখোমুখি অ্যাটলেটিকো মাদ্রিদ।    

.