বর্ণবৈষম্যের বিরুদ্ধে অভিনব বার্তা, খালি পায়ে প্রতিবাদে অজিরা

বিশ্বকে বর্ণবৈষম্যের বিরুদ্ধে বার্তা দিতে চায় অজি ক্রিকেটাররা।

Edited By: সুখেন্দু সরকার | Updated By: Nov 17, 2020, 06:43 PM IST
বর্ণবৈষম্যের বিরুদ্ধে অভিনব বার্তা, খালি পায়ে প্রতিবাদে অজিরা
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদন: 'ব্ল্যাক লাইভস ম্যাটার' আন্দোলনে বিশ্বের সর্বস্তরের মানুষের সঙ্গে সামিল হয়েছিল ক্রীড়াজগৎ। পিছিয়ে থাকেনি ক্রিকেটও। ব্যক্তিগত কিংবা দলগতভাবে হাঁটু মুড়ে বিশেষ ভঙ্গিমায় বর্ণবাদের বিরুদ্ধে প্রতিবাদে সোচ্চার হয়েছিলেন ক্রিকেটাররা। এবার বর্ণবৈষম্যের বিরুদ্ধে এক অভিনব উদ্যোগ নিতে চলেছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। বিশ্বকে বর্ণবৈষম্যের বিরুদ্ধে বার্তা দিতে চায় অজি ক্রিকেটাররা।

ভারতের বিরুদ্ধে হাইভোল্টেজ সিরিজ শুরুর আগে অজি ক্রিকেটাররা খালি পায়ে গোল হয়ে দাঁড়িয়ে সম্মিলিতভাবে প্রতিবাদ জানাবে বর্ণবৈষম্যের বিরুদ্ধে।  এপ্রসঙ্গে অজি পেসার প্যাট কামিন্স বলেন, "শুধু ক্রীড়াজগতের প্রতিনিধি হিসেবে নয় বরং মানুষ হিসেবে আমরা বর্ণবৈষম্যের বিরুদ্ধে। তাই আমরা ঠিক করেছি এবার থেকে প্রতিটা সিরিজের আগে খালি পায়ে গোল হয়ে দাঁড়িয়ে প্রতিবাদ জানাব।" এই ধরনের উদ্যোগ সত্যিই অভিনব বলে মনে করছে ক্রিকেটমহল।

ভারতের বিরুদ্ধে সিরিজের জন্য পুরোদমে প্রস্তুতি শুরু করে দিয়েছে অস্ট্রেলিয়া। ২৭ নভেম্বর থেকে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ দিয়ে ভারতের অস্ট্রেলিয়া সফর শুরু হচ্ছে।

 

আরও পড়ুন- নির্বাসন মুক্ত হলেও  বিগ ব্যাশ লিগে দরজা বন্ধ শাকিবের!

.