মোহালিতে ভারতের সামনে ১৬১ রানের টার্গেট অস্ট্রেলিয়ার

মোহালিতে ভারতের সামনে ১৬১ রানের লক্ষ্যমাত্রা রাখল অস্ট্রেলিয়া। প্রথমে ব্যাট করে ৬ উইকেট হারিয়ে অজি বাহিনী তোলে ১৬০ রান। পান্ডিয়া নেন ২টি উইকেট। নেহরা, যুবরাজ, বুমরাহ, অশ্বিন নেন ১টি করে উইকেট।

Updated By: Mar 27, 2016, 09:17 PM IST
মোহালিতে ভারতের সামনে ১৬১ রানের টার্গেট অস্ট্রেলিয়ার

ওয়েব ডেস্ক : মোহালিতে ভারতের সামনে ১৬১ রানের লক্ষ্যমাত্রা রাখল অস্ট্রেলিয়া। প্রথমে ব্যাট করে ৬ উইকেট হারিয়ে অজি বাহিনী তোলে ১৬০ রান। পান্ডিয়া নেন ২টি উইকেট। নেহরা, যুবরাজ, বুমরাহ, অশ্বিন নেন ১টি করে উইকেট।

টি-টোয়েন্টি বিশ্বকাপে আজ “মরণবাঁচন” ম্যাচ। মুখোমুখি ভারত ও অস্ট্রেলিয়া। আজ যে দল জিতবে, সেই দলই সেমিফাইনালের টিকিট পাবে। আর তাই গ্রুপ লিগের শেষ ম্যাচ হয়েও আজকে মোহালির মাঠে টানটান উত্তেজনা। যেন কোয়ার্টার ফাইনালের যুদ্ধ। এই ম্যাচ জিততে হলে ভারতে করতে হবে ১৬১ রান।

আজকের ম্যাচে পিচ একটা বড় ফ্যাক্টর। টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন অজ়ি অধিনায়ক স্টিভ স্মিথ। তাঁর মতে, মোহালির উইকেট ব্যাটিংয়ের জন্য একেবারে আদর্শ। ভারতীয় অধিনায়ক ধোনিও বলেন, টসে জিতলে পর তিনিও ব্যাটিং করারই সিদ্ধান্ত নিতেন।

.