ASHES 2019: ম্যাঞ্চেস্টারে মহারণ জিতে মাঠেই সেলিব্রেশনে মেতে উঠলেন স্মিথরা, দেখুন ভিডিয়ো
শেষ পর্যন্ত ১৮৫ রানে চতুর্থ টেস্ট জিতে নেয় অস্ট্রেলিয়া।
নিজস্ব প্রতিবেদন: হেডিংলিতে দুরন্ত প্রত্যাবর্তন করেছিল ব্রিটিশরা। কিন্তু ম্যাঞ্চেস্টারে সেই স্টিভ স্মিথের কাছেই অ্যাসেজ সিরিজ খোয়াল ইংল্যান্ড। পাঁচ টেস্টের সিরিজ ২-১ ব্যবধানে এগিয়ে গেল অস্ট্রেলিয়া। এক টেস্ট বাকি থাকতেই অ্যাসেজ নিজেদের দখলে রাখল ওয়ার্নাররা। ২০১৭-১৮ মরশুমে ঘরের মাঠে ইংল্যান্ডকে অ্যাসেজে দুরমুশ করেছিল অজিরা। ২০১৯ সালে এবার ইংল্যান্ডের মাটিতে ২-১ এ এগিয়ে অস্ট্রেলিয়া। অ্যাসেজ হারার কোনও সম্ভাবনা নেই। ওভালে শেষ টেস্টে হারলে সিরিজ ড্র করবে ইংল্যান্ড। কিন্তু অ্যাসেজ অজিদের দখলেই থেকে যাবে।
১৮ রানে ২ উইকেট হারিয়ে ম্যাঞ্চেস্টারে টেস্টের শেষ তথা পঞ্চম দিনে ১৯৭ রানে শেষ হয়ে যায় ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংস। অজি পেসারদের সামনে সেভাবে মাথা তুলে দাঁড়াতেই পারলেন না ইংরেজ ব্যাটসম্যানরা। লিডসের মতো আরও একটা মিরাক্যাল ইনিংস উপহার দিতে পারলেন না বেন স্টোকস। শেষ পর্যন্ত ১৮৫ রানে চতুর্থ টেস্ট জিতে নেয় অস্ট্রেলিয়া।
England fought hard, but Australia were just too good.
A superb, dramatic final day ends with the tourists having won by 185 runs.#Ashes scorecard https://t.co/zrb0K55IBc pic.twitter.com/ZH45ItuUxm
— ICC (@ICC) September 8, 2019
And the celebration continues post the Ashes retention with a little message for England @cricbuzz #Ashes19 #ashes #engvaus pic.twitter.com/alg19I6P3B
— Bharat Sundaresan (@beastieboy07) September 8, 2019
রবিবার ম্যাচ জেতার পর এবং অ্যাসেজ সিরিজ জেতার পর মাঠেই সেলিব্রেশনে মেতে উঠলেন অজি ক্রিকেটাররা। স্মিথ-ওয়ার্নার-কামিন্সদের অ্যাসেজ ধরে রাখার সেই পুশ-আপ সেলিব্রেশনের ভিডিয়ো রীতিমতো ভাইরাল হয়ে গিয়েছে নেট দুনিয়ায়।
আরও পড়ুন - পাঁচ ঘণ্টার ম্যারাথন ম্যাচে ড্যানিল মেদভেদেভকে হারিয়ে ইউএস ওপেন চ্যাম্পিয়ন নাদাল