Bajrang Punia: হাফ ডজন পদক ভারতের! কুস্তিতে দেশকে ব্রোঞ্জ এনে দিলেন বজরং পুনিয়া
আরও একটি পদক ভারতের
নিজস্ব প্রতিবেদন: সম্ভাবনা ছিল ব্রোঞ্জ পদকের। আর সেটাই বাস্তবায়িত হয়ে গেল। কুস্তির ৬৫ কেজি বিভাগে দেশকে ব্রোঞ্জ পদক এনে দিলেন বজরং পুনিয়া (Bajrang Punia)। এই নিয়ে টোকিও অলিম্পিক্স (Tokyo Olympics 2020) থেকে ভারতের হাফ ডজন পদক চলে এল। দুরন্ত সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে ভারতের খেলাধুলো। বজরংকে টুইট করে শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি রামনাথ কোভিন্দ ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
#TeamIndia | #Tokyo2020 | #Wrestling
Men's Freestyle 65kg Bronze Medal ResultsBronze laden @BajrangPunia
Bajrang Punia beats reigning World Silver medalist Daulet Niyazbekov 8-0 winning #TeamIndia its 6th @Tokyo2020 medal! #RukengeNahi #EkIndiaTeamIndia #Cheer4India pic.twitter.com/yr4nHJAT9Q
(@WeAreTeamIndia) August 7, 2021
A special moment for Indian wrestling!
Congratulations to Bajrang Punia for winning the Bronze at #Tokyo2020. You have distinguished yourself as an outstanding wrestler with untiring efforts, consistency and tenacity over the years. Every Indian shares the joy of your success!(@rashtrapatibhvn) August 7, 2021
Delightful news from #Tokyo2020! Spectacularly fought @BajrangPunia. Congratulations to you for your accomplishment, which makes every Indian proud and happy.
(@narendramodi) August 7, 2021
বজরং গতকাল অর্থাৎ শুক্রবার অলিম্পিক্স পদক জয়ী ও তিনবারের বিশ্ব চ্যাম্পিয়ন হাজি আলিয়েভের বিরুদ্ধে সেমিফাইনাল ম্যাচ হেরে যান। রুশ প্রতিদ্বন্দ্বীর কাছে সেমিফাইনাল হেরেও রেপেশাজে রাউন্ডের মাধ্যমে ব্রোঞ্জ জয়ের আশা জিইয়ে রেখেছিলেন বজরং। শনিবার কাজাখস্তানের দাউলেত নিয়াজবেকোভকে বজরং ৮-০ হারিয়ে ফের দেশেকে কুস্তিতে পদক এনে দিলেন। এর আগে রবি কুমার দাহিয়া কুস্তিতেই দেশকে ব্রোঞ্জ এনে দিয়েছিলেন।
(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)