প্রথম ভারতীয় মহিলা ফুটবলার হিসেবে ইউরোপের ক্লাবে সই করলেন বালা দেবী
তারপরই ভারতীয় এই ফুটবলারের সঙ্গে ১৮ মাসের চুক্তি করার সিদ্ধান্ত নেয় স্কটিশ ক্লাবটি।
নিজস্ব প্রতিবেদন: ইতিহাস গড়লেন বালা দেবী। রেঞ্জার্স ফুটবল ক্লাবে সই করলেন ভারতের জাতীয় মহিলা ফুটবল দলের এই সদস্য। প্রথম ভারতীয় মহিলা হিসাবে ইউরোপের কোনও ক্লাবের সঙ্গে পেশাদার চুক্তি করলেন মণিপুরের এই ফুটবলার।
তাদের প্রথম এশিয়ান ফুটবলার হিসাবে বালা দেবীকে সই করাল বিখ্যাত এই স্কটিশ ক্লাব। ৫২ গোল করে ভারতীয় মহিলা দলের সর্বোচ্চ গোলদাতা এই মুহুর্তে ২৯ বছর বয়সী এই ফুটবলারই। নভেম্বরে রেঞ্জার্সে ট্রায়ালে গিয়ে ছিলেন বালা দেবী। তারপরই ভারতীয় এই ফুটবলারের সঙ্গে ১৮ মাসের চুক্তি করার সিদ্ধান্ত নেয় স্কটিশ ক্লাবটি।
This will make Bala the first Indian woman to become a professional footballer anywhere in the world and she also becomes Rangers’ first Asian international footballer.
Learn More: https://t.co/Z6qojndUTv pic.twitter.com/35sQ5vXjUh
— Rangers Women (@RangersWFC) January 29, 2020
ঐতিহাসিক চুক্তির পর বালা দেবী জানিয়েছেন, "ইউরোপের অন্যতম সেরা ক্লাবের হয়ে ফুটবল খেলার সুযোগ পাব,তা স্বপ্নেও ভাবিনি।"
আরও পড়ুন - নতুন মাইলস্টোনের মালিক রোহিত শর্মা! সচিন-গাভাসকরের এলিট ক্লাবে এন্ট্রি 'হিটম্যান'-এর