Shakib Al Hasan: করোনা আক্রান্ত শাকিব! শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টেস্টে নেই তারকা অলরাউন্ডার
ইদের ছুটি কাটাতে শাকিব পরিবার নিয়ে গিয়েছিলেন আমেরিকায়। মার্কিন মুলুক থেকে বাংলাদেশে ফিরেই শাকিব জানতে পারেন যে, তাঁর কোভিড রিপোর্ট পজিটিভ এসেছে। আপাতত ঢাকায় নিজের বাড়িতে নিভৃতবাসে রয়েছেন শাকিব। আগামিকাল অর্থাৎ বুধবার শাকিবের দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল।
নিজস্ব প্রতিবেদন: দুই ম্যাচের টেস্ট খেলতে শ্রীলঙ্কা এসেছে বাংলাদেশে (Sri Lanka tour of Bangladesh, 2022) । আগামী ১৫ মে থেকে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে প্রথম টেস্টে দুই দল মুখোমুখি হবে। কিন্তু তার আগেই বড় ধাক্কা খেল আয়োজক দেশ। করোনা আক্রান্ত হয়ে প্রথম টেস্ট থেকে ছিটকে গেলেন বাংলাদেশের স্টার অলরাউন্ডার শাকিব আল হাসান (Shakib Al Hasan)।
ইদের ছুটি কাটাতে শাকিব পরিবার নিয়ে গিয়েছিলেন আমেরিকায়। মার্কিন মুলুক থেকে বাংলাদেশে ফিরেই শাকিব জানতে পারেন যে, তাঁর কোভিড রিপোর্ট পজিটিভ এসেছে। আপাতত ঢাকায় নিজের বাড়িতে নিভৃতবাসে রয়েছেন শাকিব। আগামিকাল অর্থাৎ বুধবার শাকিবের দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল।
বাংলাদেশের ফিজিশিয়ান মনজুর হোসেন বলেছেন, "শাকিব মঙ্গলবার আমেরিকা থেকে ফিরেছে। চট্টগ্রামে ওর দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল। কিন্তু ওর করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। ইংল্য়ান্ডের প্রোটোকল আমরা এখনও মেনে চলছি। শাকিব পাঁচ দিনের নিভৃতবাস কাটিয়ে দলে যোগ দিতে পারবে।"২৩ মে বাংলাদেশ-শ্রীলঙ্কা দ্বিতীয় টেস্ট। এখন দেখার তার আগে শাকিব সুস্থ হয়ে উঠতে পারেন কিনা। দেশের হয় গত বছর ডিসেম্বরে পাকিস্তানের বিরুদ্ধে শেষ টেস্ট খেলেছিলেন শাকিব। দেখতে গেলে শ্রীলঙ্কার বিরুদ্ধেই তাঁর টেস্ট প্রত্যাবর্তন হতো। আপতত তা পিছিয়ে গেল।
আরও পড়ুন: Graham Thorpe: গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ইংল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার
আরও পড়ুন: Bismah Maroof: কোলের মেয়ে ফাতিমাকে নিয়ে বিশ্বকাপ অভিযান! আপ্লুত পাকিস্তানের 'সুপার মম'