অভিষেক ম্যাচে জ্বলে নিভল আফগানরা, জয় দিয়ে শুরু বাংলাদেশের
না। অঘটন নয়। রণে ভঙ্গ নয়। আফগানীদের বিরুদ্ধে বেঙ্গল টাইগার বাংলাদেশ প্রত্যাশিত জয় পেল।
![অভিষেক ম্যাচে জ্বলে নিভল আফগানরা, জয় দিয়ে শুরু বাংলাদেশের অভিষেক ম্যাচে জ্বলে নিভল আফগানরা, জয় দিয়ে শুরু বাংলাদেশের](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2015/02/18/35017-bang-vs-afgan.jpg)
ওয়েব ডেস্ক: না। অঘটন নয়। রণে ভঙ্গ নয়। আফগানীদের বিরুদ্ধে বেঙ্গল টাইগার বাংলাদেশ প্রত্যাশিত জয় পেল।
বিশ্বকাপের ইতিহাসে প্রথমবার আফগানিস্তান। হেরেই বিশ্বকাপ অভিযান শুরু করল আফগানিস্তান।
১০৫ রানের বিরাট জয় পেল মাশরাফি মোর্তাজার দল।
টসে জিতে প্রথম ব্যাটিং করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক মোর্তাজা। নির্ধারিত ৫০ ওভারে ২৬৭ রান করে বাংলাদেশ। দলের হয়ে সর্বোচ্চ রান করেন মুশফিকুর রহিম। তাঁর ৬০ রানের ইনিংসে ছিল একটি ৬ ও চারটি ৪। যোগ্য সঙ্গত দেন সাকিব-আল-হাসান। ৪৩ বলে তাঁর অনবদ্য ৫০ দলকে ভালো স্কোরে পৌঁছে দেয়।
জবাবে ব্যাট করতে নেমে বাংলাদেশের বোলিং আক্রমণের কাছে ১৬২ রানেই শেষ হয়ে যায় আফগানিস্তান। ২ টি উইকেট নেন বাহাতি অফ স্পিনার সাকিব। ২৩ রান দিয়ে ১ টি উইকেট নেন তাশকিন আহমেদ। অধিনায়ক মাসরাফি মোর্তাজা২০ রান দিয়ে ৩ টি উইকেট নিজের ঝুলিতে পোড়েন। আগানিস্তানের হয়ে একমাত্র ব্যাটিং প্রতিরোধ গড়ে তলেন মহম্মদ নবি।
ম্যাচের সেরা নির্বাচিত হন মুশফিকুর রহিম।