মেসিরা জিতছেন, রোনাল্ডোরা হারছেন

লা লিগায় একদিকে দুরন্ত জয় পাচ্ছে বার্সেলোনা, অন্যদিকে হেরেই চলেছে রিয়াল মাদ্রিদ। এবার সেভিয়ার কাছে ০-১ গোলে হেরে গেল গতবারের চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ।গত চারটে ম্যাচের মধ্যে দুটোতে হারল হোসে মোরিনহোর দল।

Updated By: Sep 16, 2012, 07:44 PM IST

লা লিগায় একদিকে দুরন্ত জয় পাচ্ছে বার্সেলোনা, অন্যদিকে হেরেই চলেছে রিয়াল মাদ্রিদ।এবার সেভিয়ার কাছে ০-১ গোলে হেরে গেল গতবারের চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ।গত চারটে ম্যাচের মধ্যে দুটোতে হারল হোসে মোরিনহোর দল। গত দশ বছরের মধ্যে লা লিগায় এটাই রিয়াল মাদ্রিদের সবচেয়ে খারাপ শুরু। সেভিয়ার হয়ে জয়সূচক গোলটি করেন ট্রোকোউস্কি। সমতা ফেরানোর জন্য রোনাল্ডো,বেনজামারা আপ্রাণ চেষ্টা করলেও বিপক্ষের ডিফেন্স ভাঙতে পারেননি। লিগের শুরুতেই শীর্ষে থাকা বার্সেলোনার থেকে আট পয়েন্টে পিছিয়ে পড়ল রিয়াল।
অন্যদিকে, লা লিগায় জয়ের ধারা অব্যাহত রাখল বার্সেলোনা।গেটাফেকে ৪-১ গোলে উড়িয়ে দিলেন ক্যাটালানরা। পরিবর্ত হিসাবে নেমে জোড়া গোল করলেন লিও মেসি। ব্রাজিলিয়ান মিডফিল্ডার অ্যাড্রিয়ানোর গোলে প্রথমে এগিয়ে ছিল বার্সেলোনা।বিশ্বকাপের যোগ্যতানির্ধারণী ম্যাচে পেরুর বিরুদ্ধে গোল করতে না পারলেও, ক্লাবে ফিরেই গোলে ফিরলেন মেসি।মেসির জোড়া গোলেই বার্সার জয় কার্যত নিশ্চিত হয়ে যায়। এবারের লা লিগায় ছটা গোল করা হয়ে গেল আর্জেন্টিনীয় সুপারস্টারের।পরিবর্ত হিসাবে নেমে গোল পান ডেভিড ভিয়াও।টানা চার ম্যাচ জিতে লা লিগার তালিকার শীর্ষে থাকল বার্সেলোনা।

.