Trumpet Celebration: `ম্যাঞ্চেস্টারে দেখা হবে!` বার্মি আর্মির পাল্টা বিরাটকে
ম্যাঞ্চেস্টার টেস্ট ড্র করলেও সিরিজ জিতবে ভারত।
নিজস্ব প্রতিবেদন: কেনিংটন ওভালে প্রতীকী 'ট্রাম্পেট সেলিব্রেশন' (Trumpet Celebration) করেই বিতর্কে জড়িয়েছেন বিরাট কোহলি (Virat Kohli)! ইংল্যান্ডের ফ্যান ক্লাব বার্মি আর্মিকে ব্যঙ্গ করায় কোহলির নিন্দায় সরব হয়েছেন ইংল্যান্ডের একাধিক সংবাদ মাধ্যম। ফ্যানেদের একাংশ ক্ষোভে ফেটে পড়েছেন কোহলির এই আচরণ নিয়ে। এবার বার্মি আর্মি টুইট করে কোহলিকে প্রত্যুত্তর দিল।
ওভাল টেস্টে দ্বিতীয় ইনিংসে রবীন্দ্র জাদেজার বলে বোল্ড হয়েছিলেন হাসিব হামিদ। তারপরেই কোহলিকে দেখা যায় প্রতীকী ট্রাম্পেট বাজাতে। বার্মি আর্মির প্রতি কোহলির এই 'আক্রমণ' দেখে সরব হয়েছেন নেটাগরিকরা। ফক্স ক্রিকেট এই আচরণকে 'ক্লাসলেস' বলে ব্যাখ্যা করেছিল। যা নিয়েও বেশ হইচই হয়েছিল।
আরও পড়ুন: Neeraj Chopra: ১০০০% এনডোর্সমেন্ট ফি বাড়ালেন নীরজ! কোহলির সারিতেই তিনি
বার্মি আর্মি এবার টুইটারে লিখল, "আমরা দিতে পারলে, নিতেও জানি। ফেয়ারপ্লে বিরাট। ম্যাঞ্চেস্টারে দেখা হবে।" আগামী শুক্রবার থেকে ম্যাঞ্চেস্টারের ওল্ড ট্র্যাফোর্ডে পাঁচ ম্যাচের ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজের শেষ ও পঞ্চম টেস্ট। সিরিজে ২-১ এগিয়ে রয়েছে ভারত। ম্যাঞ্চেস্টার টেস্ট ড্র করলেও সিরিজ জিতবে ভারত। তবে কোহলি চাইবেন ৩-১ সিরিজ ছিনিয়ে নিতে।
(Zee 24 Ghanta App : দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)