চাপের মুখে বায়ার্ন

বুন্দেশলিগায় বায়ার্ন মিউনিখের চাপ ক্রমশ বাড়ছে। বরুসিয়া ডর্টমুন্ডের কাছে এক-শূন্য গোলে হারল বায়ার্ন।

Updated By: Nov 20, 2011, 09:55 PM IST

বুন্দেশলিগায় বায়ার্ন মিউনিখের চাপ ক্রমশ বাড়ছে। বরুসিয়া ডর্টমুন্ডের কাছে এক-শূন্য গোলে হারল বায়ার্ন। পঁয়ষট্টি মিনিটে ম্যাচের একমাত্র গোলটি করেন মারিও গোয়েটজ।
বোয়েটাংকে টপকে সিনজি কাগাওয়ার ফ্লিক গোয়েটজের পায়ে পৌঁছতেই,গোল করতে  ভুল করেননি তিনি। ম্যাচের একেবারে শেষদিকে ফ্র্যাঙ্ক রিবেরি গোলের সুযোগ পেলেও,তা কাজে লাগাতে ব্যর্থ হন।

.