T20 World Cup প্রস্তুতি নিয়ে বোর্ডের বিশেষ সাধারণ সভা ২৯ মে

করোনা আবহে ভার্চুয়াল বৈঠক করবেন সৌরভ গঙ্গোপাধ্যায় অ্যান্ড কোং।

Updated By: May 19, 2021, 12:12 AM IST
T20 World Cup প্রস্তুতি নিয়ে বোর্ডের বিশেষ সাধারণ সভা ২৯ মে

নিজস্ব প্রতিনিধি: অক্টোবর-নভেম্বর নাগাদ ভারতে অনুষ্ঠিত হতে চলেছে টি-২০ বিশ্বকাপ (T20 World Cup)। ক্রিকেটের শো-পিস ইভেন্টের প্রস্তুতি নিয়ে বিসিসিআই বিশেষ সাধারণ সভায় (এসজিএম) বসতে চলেছে আগামী ২৯ মে। করোনা আবহে ভার্চুয়াল বৈঠক করবেন সৌরভ গঙ্গোপাধ্যায় অ্যান্ড কোং। রিপোর্ট সংবাদ সংস্থা এএনআই-এর। সূত্র বলছে, "আগামী পয়লা জুন আইসিসি-র সঙ্গে আমাদের বৈঠক আছে। তার আগে আমরা ২৯ মে বোর্ড মিটিং করব। করোনা পরিস্থিতিতে সব দিক নজরে রেখেই আমাদের অক্টোবর-নভেম্বর নাগাদ টি-২০ বিশ্বকাপ আয়োজন করতে হবে।"

Veda ধন্যবাদ জানালেন জয় শাহকে, বললেন কঠিন সময় তাঁর পাশে দাঁড়িয়েছে BCCI

গতবারে বিসিসিআই-এর অ্যাপেক্স কাউন্সিলের বৈঠকে টি-২০ বিশ্বকাপের জন্য ভারতের মোট ৯টি ভেন্যু (আহমেদাবাদ, মুম্বই, কলকাতা, নয়াদিল্লি, বেঙ্গালুরু, হায়দরাবাদ, চেন্নাই, ধরমশালা ও লখনউ)। বেছে নেওয়া হয়। প্রতিটি শহরের ক্রিকেট সংস্থাগুলিকে বলে দেওয়া হয়েছে সেই রাজ্যের করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে। জানা যাচ্ছে ২৯ তারিখের বৈঠকে শুধুই টি-২০ বিশ্বকাপ নয়, আন্তর্জাতিক ক্যালেন্ডার ও মহিলাদের ক্রিকেট নিয়েও বিস্তারিত আলোচনা  হবে সেখানে। করোনার জন্যই ভারতের মাটিতে আইপিএল স্থগিত হয়ে গিয়েছে। এখন দেখার অতিমারি বিধ্বস্ত দেশে একাধিক দেশের ক্রিকেটারদের নিয়ে কীভাবে টি-২০ বিশ্বকাপ অনুষ্ঠিত করে বিসিসিআই। নিঃসন্দেহে সৌরভের টিমের কাছে বড় চ্যালেঞ্জ সামনে।

.