Ranji Trophy 2023 | Bengal vs Baroda: বোলারদের দুরন্ত পারফরম্যান্স, তবুও কল্যাণীতে রক্তচাপ বাড়ল বাংলার!
Bengal vs Baroda Day 3 Higlights: কল্য়াণীতে বাংলা বনাম বরোদা ম্যাচে, বাংলারই তৃতীয় দিনের শেষে চালকের আসনে থাকার কথা ছিল। কিন্তু মনোজের দলের ব্যাটাররা দ্বিতীয় ইনিংসে শুরুতেই রীতিমতো চাপে পড়ে গেলেন।
ভদোদরা ২৬৯ ও ৯৮
বাংলা (২৮.৩ ওভার, টার্গেট ২৭৭) ১৯১ ও ৫৩/৩
তৃতীয় দিন- বাংলার প্রয়োজন ১২৪ রান
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: কল্যাণীর বেঙ্গল ক্রিকেট অ্যাকাডেমি গ্রাউন্ডে (Bengal Cricket Academy Ground) চলছে রঞ্জি ট্রফির (Ranji Trophy 2023) এলিট এ গ্রুপের (Elite Group A) খেলা। মুখোমুখি মনোজ তিওয়ারির বাংলা (Manoj Tiwary) ও বিষ্ণু সোলাঙ্কির ভদোদরা (Bengal vs Baroda)। বৃহস্পতিবার তৃতীয় দিনের শেষে লড়াইয়ে বাংলা। আগামিকাল অর্থাৎ শুক্রবার ম্যাচের চতুর্থ তথা শেষ দিন। বরোদাকে হারাতে মনোজ ব্রিগেডের টার্গেট ১২৪ রান। হাতে রয়েছে ৭ উইকেট। বোলারদের দুরন্ত পারফরম্যান্সের সৌজন্যে বাংলা তৃতীয় দিন ম্যাচে দারুণ ভাবে প্রত্যাবর্তন করেছিল। কিন্তু দ্বিতীয় ইনিংসে তিন উইকেট হারিয়ে বেশ চাপে পড়ে গেল বঙ্গব্রিগেড।
প্রথম ইনিংসে ভদোদরার বোলিংয়ের সামনে তাসের ঘরের মতো ভেঙে পড়েছিল বাংলার ব্যাটিং লাইনআপ। দ্বিতীয় দিনের শেষে বাংলা ৯ উইকেটে হারে ১৮৯ রান তুলেছিল। ক্রিজে ছিলেন মুকেশ কুমার (৪ ব্যাটিং) ও ঈশান পোড়েল (৬ ব্যাটিং)। এদিন ব্যাট করতে নেমে ঈশান স্কোরবোর্ডে আর মাত্র একটি রান যোগ করার সঙ্গেই বাংলার ইনিংস শেষ হয়ে যায় ১৯১ রানে। বাংলার দুর্দশা আরও বাড়ত, যদি না ব্যাট হাতে রুখে দাঁড়াতেন অনুষ্টুপ। আটত্রিশের 'ক্রাইসিস ম্যান' বাংলার কিছুটা হলেও মুখরক্ষা করলেন। ১৭১ বলে ৯০ রান করেন অনুষ্টুপ। তাঁর ইনিংস সাজানো ছিল ১১টি বাউন্ডারিতেবরোদাকে দ্বিতীয় ইনিংসে মুখ তুলতে দেয়নি বাংলার বোলাররা। মাত্র ৯৮ রানেই এদিন শেষ হয়ে যায় বিষ্ণু বাহিনী। ওপেনার প্রত্যুষ কুমার একমাত্র বুক চিতিয়ে ব্যাট করেছিলেন। তিনি ১৪৯ বলে ৬২ রানে অপরাজিত ছিলেন। কিন্তু প্রত্যুষ বাদে একজন ব্য়াটারও দুই অংকের রান করতে পারেননি। মুকেশ কুমার ও ঈশানরা আগুনে বোলিং করলেন। মুকেশ তুলে নিলেন চার উইকেট। ঈশানের ঝুলিতে এল তিন। আকাশ দীপ পেলেন এক উইকেট।
দেখতে গেলে বাংলাকে তিন পয়েন্ট এনে দেওয়ার কাজটা এবার ছিল বাংলার ব্যাটারদেরই ওপর। কিন্তু দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমেই ৫৩ রানে বাংলার তিন উইকেট চলে গেল। দুই ওপেনার অভিষেক দাস (৭) ও অভিমন্যু ফিরে (৯) ফিরে গেলেন ১৮ রানের মধ্যেই। 'ক্রাইসিস ম্যান' অনুষ্টুপের ওপরেই ছিল বাংলার ভরসা। সোয়েব সোপারিয়ার বলে ৩৮ বল খেলে নয় রান করে বোল্ড হয়ে হলেন তারকা ব্যাটার। ৬৩ বলে ২৮ রানে অপরাজিত আছেন সুদীপ কুমার ঘরামি। দেখা যাক শেষ দিনে বাংলা কী করতে পারে!