নিজস্ব প্রতিবেদন: ১০ বছর আগে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হওয়ার পর সাড়া ফেলে দিয়েছিলেন সাত ফুট এক ইঞ্চির দীর্ঘদেহী পাক পেসার মহম্মদ ইরফান। ১০০ টি আন্তর্জাতিক ম্যাচ না খেললেও দ্রুত গতির বোলিংয়ে চমক দিয়েছিলেন তিনি। কয়েকদিন আগেই বলেছিলেন তাঁর বল নাকি বুঝতে পারেননি বিরাট কোহলিও।  টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলি সম্পর্কেই এবার অন্য সুর ইরফানের গলায়। বিরাটকে অত্যন্ত বিপজ্জনক ব্যাটসম্যান বললেন তিনি। সেই সঙ্গে এই মুহূর্তে বিশ্বের সেরা ব্যাটসম্যান কিং কোহলিই জানিয়ে দিলেন মহম্মদ ইরফান।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 


২০১২ সালে ভারত সফরে ওয়ান ডে সিরিজ ২-১ ব্যবধানে জিতে নেয় পাকিস্তান। সেই সিরিজে পাকিস্তান দলে ছিলেন মহম্মদ ইরাফান। ভারত পাকিস্তান সিরিজ নিয়ে নানা কথা বলার ফাঁকে ইরফান বলেন, "আপনি যদি সামগ্রিকভাবে দেখেন তবে, এই মুহুর্তে বিশ্বের সেরা ব্যাটসম্যান হলেন বিরাট কোহলি।" কোহলির প্রশংসা করে ইরফান বলেন যে অপেক্ষাকৃত দুর্বল বোলারদের আক্রমণ করে কোহলি। তাঁর কথায়, "যে ভাবে কোহলি খেলে সেটা হল খুব মেপে এবং বুঝে সে খেলে। প্রতিপক্ষের ভালো বোলারদের বিরুদ্ধে ৫-৬ রান করে, আর একটু অপেক্ষাকৃত দুর্বল বোলারদের বিরুদ্ধে রান করে সেটা পুষিয়ে নেয়। "


 


আরও পড়ুন - স্বাধীনতা দিবসে সেনাদের শ্রদ্ধা জানিয়ে শুভেচ্ছা বিরাট-যুবরাজের