অস্ট্রেলিয়া সফর থেকে ছিটকে গেলেন ভুবনেশ্বর কুমার

অস্ট্রেলিয়া সফর থেকে ছিটকে গেলেন ভারতের পেস বোলার ভুবনেশ্বর কুমার। ভারতীয় দলের চিকিত্সকরা জানিয়েছেন ভুবির বাঁহাতের বুড়ো আঙুল ভেঙে গেছে। তার এখনই সুস্থা হওয়ার সম্ভাবনা নেই। তাই সিনিয়র নির্বাচক কমিটি ভুবনেশ্বর কুমারের জায়গায় অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে ঋষি ধাওয়ানকে দলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। আর অজিঙ্কা রাহানের চোটের কথা মাথায় রেখে টি-টোয়েন্টি দলে গুরকিরাত সিং মানকে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাহানে কোনও কারনে না খেলতে পারলে গুরকিরাত সেই জায়গা ভরাট করবেন। প্রসঙ্গত, এই সিরিজে দলে ছিলেন না ভুবি। সামির চোট লাগায়, তাঁর জায়গায় দলে এসেছিলেন তিনি।

Updated By: Jan 23, 2016, 11:13 PM IST
অস্ট্রেলিয়া সফর থেকে ছিটকে গেলেন ভুবনেশ্বর কুমার

ওয়েব ডেস্ক: অস্ট্রেলিয়া সফর থেকে ছিটকে গেলেন ভারতের পেস বোলার ভুবনেশ্বর কুমার। ভারতীয় দলের চিকিত্সকরা জানিয়েছেন ভুবির বাঁহাতের বুড়ো আঙুল ভেঙে গেছে। তার এখনই সুস্থা হওয়ার সম্ভাবনা নেই। তাই সিনিয়র নির্বাচক কমিটি ভুবনেশ্বর কুমারের জায়গায় অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে ঋষি ধাওয়ানকে দলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। আর অজিঙ্কা রাহানের চোটের কথা মাথায় রেখে টি-টোয়েন্টি দলে গুরকিরাত সিং মানকে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাহানে কোনও কারনে না খেলতে পারলে গুরকিরাত সেই জায়গা ভরাট করবেন। প্রসঙ্গত, এই সিরিজে দলে ছিলেন না ভুবি। সামির চোট লাগায়, তাঁর জায়গায় দলে এসেছিলেন তিনি।

.