ISL 2020-21: চোখে ব্যান্ডেজ, মুম্বই ম্যাচে গুরুতর চোট পেলেন Arindam
গোয়া ম্যাচে অরিন্দম খেলতে পারবেন কিনা সেই নিয়ে সংশয় থাকছেই।
![](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/styles/zm_98x58/public/2019/01/29/172462-sukhe71263.jpg?itok=WGT4G2s6)
![ISL 2020-21: চোখে ব্যান্ডেজ, মুম্বই ম্যাচে গুরুতর চোট পেলেন Arindam ISL 2020-21: চোখে ব্যান্ডেজ, মুম্বই ম্যাচে গুরুতর চোট পেলেন Arindam](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2021/01/12/301445-ari.jpg)
নিজস্ব প্রতিবেদন: আইএসএলের প্রথম পর্বে মুম্বই সিটি এফসি-র কাছে হার। সেই সঙ্গে বড়সড় ধাক্কা খেল এটিকে মোহনবাগান। দলের এক নম্বর গোলকিপার অরিন্দম ভট্টাচার্য চোখে গুরুতর চোট পেলেন। চোট এতটাই গুরুতর যে মঙ্গলবার বাঁ চোখে ব্যান্ডেজ বাঁধা অবস্থায় দেখা গেল অরিন্দমকে।
সোমবার ফতোরদা স্টেডিয়ামে মুম্বই সিটি এফসি-র বিরুদ্ধে ম্য়াচের প্রথমার্ধের শেষ লগ্নে ঘটনাটি ঘটে। প্রতিপক্ষের ফুটবলার মোর্তাজা ফলের পা গিয়ে সরাসরি লাগে অরিন্দমের বাঁ চোখে। এরপর ওই অবস্থাতেই গোটা ম্য়াচ খেলেন তিনি।
আরও পড়ুন- উপহার তো নয়ই, Virushka-র মেয়েকে হাসপাতালে দেখতে নিকট আত্মীয়দেরও No Entry
ওগবেচের গোল ছাড়া গোটা ম্যাচ জুড়ে অরিন্দম তিন কাঠির নিচে দুরন্ত ছিলেন। লিগে দ্বিতীয় পর্বে এটিকে মোহনবাগানের ম্যাচ রবিবার। প্রতিপক্ষ এফসি গোয়া। হাতে কয়েকদিন সময় রয়েছে। তাই গোয়া ম্যাচে অরিন্দম খেলতে পারবেন কিনা সেই নিয়ে সংশয় থাকছেই।
আরও পড়ুন- সংস্কৃতে ধারাভাষ্য আর ধুতি পরে Cricket ম্যাচ, ভাইরাল ছবি