চতুর্থ স্থানে নেমে গেলেন বিশ্বনাথন আনন্দ
২০১২ দাবা বিশ্বচ্যাম্পিয়নশীপে খেলতে নামার বড় ধাক্কা খেলেন বিশ্বনাথন আনন্দ। গত বছরের খারাপ ফর্মের জন্য বিশ্ব ক্রমপর্যায়ে চতুর্থ স্থানে নেমে এলেন ভিশি। ২০ মাস পর ২৮০০ পয়েন্ট থেকে ২৭৯৯ পয়েন্ট নামলেন আনন্দ।
২০১২ দাবা বিশ্বচ্যাম্পিয়নশীপে খেলতে নামার বড় ধাক্কা খেলেন বিশ্বনাথন আনন্দ। গত বছরের খারাপ ফর্মের জন্য বিশ্ব ক্রমপর্যায়ে চতুর্থ স্থানে নেমে এলেন ভিশি। ২০ মাস পর ২৮০০ পয়েন্ট থেকে ২৭৯৯ পয়েন্ট নামলেন আনন্দ। যা বিশ্বচ্যাম্পিয়নশীপ লড়াইয়ের আগে চিন্তায় রেখেছে আননন্দকে। শেষ দুমাসে মস্কো ও লন্ডনে শোচনীয় পারফরম্যান্সের জন্য ক্রমপর্যায়ে এই অবনমন তাঁর। গতবছর খারাপ পারফর্মের জন্য ১২ পয়েন্ট হারিয়েছেন। ১৯৯৬ এর পর এই প্রথমবার প্রথম তিন থেকে ছিটকে গেলেন তিনি। প্রথম স্থানে আছেন কার্লসেন, দ্বিতীয় স্থানে অ্যারোনিয়ন এবং তৃতীয় স্থানে রয়েছেন ক্রামনিক। আনন্দের এই ব্যর্থতার দিনে ভারতের দাবার পক্ষে সুখবর, মহিলাদের ক্রমপর্যায়ে তৃতীয় স্থানে রয়েছেন কোনেরু হাম্পি।