PIC: সিরাজ আগুনে পুড়ছেন নায়িকা! করতে চাইছেন... চরম ইঙ্গিতপূর্ণ পোস্ট ভাইরাল

Bollywood actress Shraddha Kapoor On Mohammed Siraj: বলি নায়িকা শ্রদ্ধা কাপুরও মজেছেন মহম্মদ সিরাদে। অত্যন্ত মজাদার এক পোস্টে তিনি সকলের নজর কেড়ে নিয়েছেন। 

Updated By: Sep 18, 2023, 02:05 PM IST
PIC: সিরাজ আগুনে পুড়ছেন নায়িকা! করতে চাইছেন... চরম ইঙ্গিতপূর্ণ পোস্ট ভাইরাল
সিরাজে মজে শ্রদ্ধা!

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: এশিয়া কাপের ফাইনালে (Asia Cup 2023 Final) বল হাতে আগুনে পারফরম্য়ান্সে হৃদয় জিতেছেন মহম্মদ সিরাজ (Mohammed Siraj)। মেডেন-সহ সাত ওভার বল করে তুলে নিয়েছেন একাই ছয় উইকেট। খরচ করেছেন মাত্র ২১ রান। এক ওভারেই তুলে নেন চার উইকেট। এদিন সিরাজের নিঁখুত লাইন-লেন্থ ও সুইংয়ের মিশেলে হামাগুড়ি দিয়েছে শ্রীলঙ্কার টপ থেকে মিডল অর্ডার। পাথুম নিশঙ্কা (২), সাদিরা সামারাউইকরামা (০), চরিথ আশালঙ্কা (০), ধনঞ্জয় ডি সিলভা (৪) ও দাসুন শনাকারা (০) সিরাজের শিকার হয়েছেন। তাঁর প্রশংসায় মেতেছেন সাধারণ থেকে সেলেব। তালিকায় কে নেই! তবে সিরাজকে শুভেচ্ছা জানাতে অন্যরকম পোস্টই করলেন বলিউডের নায়িকা শ্রদ্ধা কাপুর (Shraddha Kapoor)।

আরও পড়ুন: Mohammed Siraj: 'এখনই থামাও সিরাজকে', কেন সাত ওভার? আগুনে স্পেলের মাঝেই এসেছিল নির্দেশ

শ্রদ্ধার হাস্যরস মেশানো ইনস্টাগ্রাম স্টোরিই হয়ে গিয়েছে খবরের উপাদান। কী রয়েছে সেখানে? ছবিতে দেখা যাচ্ছে, শ্রদ্ধা গাড়িতে বসে রয়েছেন, মাথায় রয়েছে ক্যাপ। ক্য়াপশন দিয়েছেন, 'এবার সিরাজকেই জিজ্ঞাসা করো, এই ফ্রি-টাইমে কী করা যায়!' ঘটনাচক্রে একটি একদিনের আন্তর্জাতিক ম্যাচ হতে নয় ঘণ্টার কাছাকাছি লেগে যায়। সেখানে সিরাজের দাপটে কিছু ঘণ্টার মধ্যেই ফয়সলা হয়ে গিয়েছে। তাই এই কথা বলেছেন শ্রদ্ধা। বল হাতে আগুনে পারফরম্য়ান্সেই হৃদয় জেতেননি সিরাজ, ম্যাচের পরও তিনি পরিচয় দিলেন তাঁর মহানুভবতার। ম্য়াচের সেরার পুরস্কার হাতে নিয়ে তিনি জানিয়ে দিলেন যে, পুরস্কার মূল্য তিনি নেবেন না। সেই টাকা যেন মাঠকর্মীদের দেওয়া হয়। দফায় দফায় লাগাতার বৃষ্টিতেও এশিয়া কাপ শেষপর্যন্ত হয়েছে। তার জন্য পুরো কৃতিত্বই ক্যান্ডি এবং কলম্বোর মাঠকর্মীদের। বারবার পিচকভার দেওয়া এবং সরানোই নয়, বৃষ্টি ধোয়া মাঠ ঠিক রাখার জন্য়, তাঁরা আপ্রাণ চেষ্টা করেছেন। সাধ্যের মধ্যেই তাঁরা করেছেন অসাধ্য সাধন। কোনও প্রশংসাই তাঁদের কাজের সার্টিফিকেট হতে পারে না।

আরও পড়ুন: Team India: সিরাজের তরোয়ালে কচুকাটা শ্রীলঙ্কা, হেলায় এশিয়া জয় ভারতের

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

 

.