বায়ার্ন মিউনিখকে তিন-দুই গোলে হারিয়ে জার্মান কাপের ফাইনালে বরুসিয়া

জার্মান কাপে অঘটন। চমক দিল বরুসিয়া ডর্টমুন্ড। বায়ার্ন মিউনিখকে তিন-দুই গোলে হারিয়ে জার্মান কাপের ফাইনালে বরুসিয়া। অ্যালায়েন্স এরিনাতে স্বপ্নভঙ্গের রাত কার্লো আনসেলোত্তির দলের জন্য। পেন্ডুলামের মতো দুলতে থাকা ম্যাচের দ্বিতীয়ার্ধে ওসুমানে ডেমবেলের গোলে নাটকীয় জয় ছিনিয়ে নেয় বরুসিয়া। ম্যাচের শুরুতে মার্কো রুইসের গোলে এগিয়ে যায় বরুসিয়া। এরপর অবশ্য জাভি মার্টিনেজের গোলে সমতা ফেরায় রেডস ব্রিগেড। ম্যাট হামেলসের গোলে এগিয়েও গিয়েছিল জার্মান চ্যাম্পিয়নরা। এরপরই নাটকীয় পট পরিবর্তন।

Updated By: Apr 28, 2017, 09:08 AM IST
বায়ার্ন মিউনিখকে তিন-দুই গোলে হারিয়ে জার্মান কাপের ফাইনালে বরুসিয়া

ওয়েব ডেস্ক: জার্মান কাপে অঘটন। চমক দিল বরুসিয়া ডর্টমুন্ড। বায়ার্ন মিউনিখকে তিন-দুই গোলে হারিয়ে জার্মান কাপের ফাইনালে বরুসিয়া। অ্যালায়েন্স এরিনাতে স্বপ্নভঙ্গের রাত কার্লো আনসেলোত্তির দলের জন্য। পেন্ডুলামের মতো দুলতে থাকা ম্যাচের দ্বিতীয়ার্ধে ওসুমানে ডেমবেলের গোলে নাটকীয় জয় ছিনিয়ে নেয় বরুসিয়া। ম্যাচের শুরুতে মার্কো রুইসের গোলে এগিয়ে যায় বরুসিয়া। এরপর অবশ্য জাভি মার্টিনেজের গোলে সমতা ফেরায় রেডস ব্রিগেড। ম্যাট হামেলসের গোলে এগিয়েও গিয়েছিল জার্মান চ্যাম্পিয়নরা। এরপরই নাটকীয় পট পরিবর্তন।

আরও পড়ুন এল ক্লাসিকোর পর বাহাত্তর ঘন্টার মধ্যেই ফের মেসি ম্যাজিক

উনসত্তর মিনিটে আউবামেইয়াংয়ের গোলে ম্যাচের স্কোর দুই-দুই করে বরুসিয়া। আর এরপর ম্যাচের সেই মুহূর্ত। ডেমবেলের গোলে দুরন্ত জয় ছিনিয়ে নেয় বরুসিয়া। বিশ্বফুটবলে ফরাসি এই স্ট্রাইকারকে নিয়ে জোর আলোচনা। বার্সা, রিয়ালের মতো দল ডেমবেলেকে নিতে মরিয়া। বুধবার রাতে ডেমবেলে নিজেকে যেন চেনালেন।

আরও পড়ুন  চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য এখনও দল ঘোষণা না করে আইসিসিকে চাপে রাখল বিসিসিআই

.