ওয়েব ডেস্ক : চলে গেলেন মহম্মদ আলি। তিনবারের হেভিওয়েট চ্যাম্পিয়ন এই বক্সার গত কয়েকদিন ধরেই শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৪ বছর। গত ২ জুন থেকে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


১৯৪২ সালের ১৭ জানুয়ারি লুইসভিলেতে জন্ম হয় এই কিংবদন্তি বক্সারের। মাত্র ১২ বছর বয়সে প্রথম রিং-এ নামা। আর তারপর থেকে সবটাই তাঁর ইতিহাস। অ্যামেচার বক্সিং-এ ১০৮টি প্রতিযোগিতার মধ্যে ১০০টিতেই তিনি জিতেছিলেন। ১৯৬০-এর অলিম্পিক-এ হেভিওয়েট বিভাগে সোনা জেতেন মহম্মদ আলি। এরপরই, ৭০-এর দশকের মাঝামাঝি সময় থেকে পার্কিনসন রোগে আক্রান্ত হন তিনি। অবশেষে, ১৯৮১ সালে ট্রেভর বারবিকের কাছে হেরে গিয়ে নিজের বক্সিং ক্যারিয়ারের ইতি টানের এই কিংবদন্তী।