WATCH: আলোচনায় 'সর্বকালের সেরা ক্যাচ' ! আপনি কি দেখেছেন? মনে হবে যেন ভিএফএক্স
Brad Currie Takes Best Catch In History Of Cricket: আলোচনায় 'সর্বকালের সেরা ক্যাচ'! ব্র্যাডলি কারি যা করে ফেলেলন, তা এর আগে বাইশ গজ দেখেনি। অতিমানবিক প্রয়াসে অবিশ্বাস্য ক্যাচ নিয়েছেন। ঘোর কাটছে না স্টোকস-কার্তিকের!
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ব্র্যাডলি জেমস কারি (Bradley James Currie), চব্বিশ বছরের স্কটিশ ক্রিকেটারের নাম দিন দুয়েক আগেও হয়তো কেউ জানতেন না। তবে সম্প্রতি তিনি যা করেছেন, যার জন্য গোটা বাইশ গজ এখন ব্র্যাড কারিকে নিয়ে আলোচনা করছে। বলতে গেলে ঘড়ির কাঁটাকে থামিয়ে দিয়েছিলেন ব্র্যাড। গত শুক্রবার ভাইটালিটি ব্লাস্টে (Vitality Blast) সাসেক্স মুখোমুখি হয়েছিল গতবারের চ্যাম্পিয়ন হ্যাম্পশায়ারের (Sussex vs Hampshire)। ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডে (England and Wales Cricket Board) কাউন্টি দলগুলিকে নিয়ে টি-২০ প্রতিযোগিতার আয়োজন করে। হোভের কাউন্টি গ্রাউন্ডে সাসেক্স পেসার ব্র্যাড নিলেন অবিশ্বাস্য এক ক্যাচ। দেখে মনে হবে যে, এই অতিমানবিক প্রয়াস যেন ভিএফএক্সের খেলা। সাসেক্স প্রথমে ব্যাট করে ছয় উইকেটে ১৮৩ রান তুলেছিল। জবাবে হ্যাম্পশায়ার নয় উইকেটে ১৭৭ রান তুলতে সমর্থ হয়। সাসেক্স জিতে যায় ছয় রানে।
আরও পড়ুন: R Ashwin: 'দলে তো কেউ বন্ধু নয়, এখন সবাই কলিগ, সাহায্যে কেউই এগিয়ে আসে না'!
সাসেক্সের রান তাড়া করতে নেমে ১২৬ রানে সাত উইকেট পড়ে গিয়েছিল হ্যাম্পশায়ারের। আটে ব্যাট করতে এসেছিলেন বেনি হাওয়েল। ১৪ বলে ২৫ রান করে সেট হয়ে গিয়েছিলেন তিনি। হ্যাম্পশায়ারের তখন ১১ বলে ২৩ রান বাকি ছিল। টাইমাল মিলসের বল স্লগ সুইপ করেন বেনি। ডিপ স্কোয়ার লেগ থেকে প্রায় ২০ মিটার দৌড়ে আসেন ব্র্যাড। এরপর বাউন্ডারি লাইনের ধারে শূন্যে শরীর ভাসিয়ে বাঁ-হাতে ক্য়াচ তালুবন্দি করেন তিনি। এই ক্যাচ দেখে ধারাভাষ্যকাররাও বিশ্বাস করতে পারেননি। বেন স্টোকস ও দীনেশ কার্তিকের মতো ক্রিকেটাররা ট্যুইট করে এই ক্যাচ নিয়ে তাঁদের অভিব্যক্তি জানিয়েছেন। এখন সোশ্যাল মিডিয়ায় একটাই আলোচনা চলছে, বাইশ গজ কি 'সর্বকালের সেরা ক্যাচ' দেখে ফেলল! ম্যাচে ব্র্যাড শুধু অসাধারণ ক্যাচ নিয়েই, জয়ে নিজের অবদান রাখেননি। নির্ধারিত চার ওভার বল করে ২৭ রান দিয়ে তুলে নেন তিন উইকেট। ম্যাচের সেরাও হয়েছেন ব্র্যাড। এভাবেই টি-২০ অভিষেক স্মরণীয় করে রেখেছেন তিনি।
(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)